নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

ঈদের কবিতা

২৫ শে মে, ২০২০ বিকাল ৫:১৮

ঈদের কবিতা
------------------------- রমিত আজাদ

মাহে রমজান সিয়াম হলো নিখিল ইহলোক,
মাস ফুরিয়ে আশমানে চাঁদ, সুখেরও ঝলক।
বলি 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক'!
বলি 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক'!

আজকে খুশীর স্রোত ভরেছে, রোজাদারের ঘর,
এই বেলা বলো যে জোশে 'আল্লাহু আকবর'!
ঈদগাহে পড়তে যে যাবে নামাজ দু' রাকাত,
তার আগে ভুলোনা দিতে ফিৎরা ও যাকাত।

মহামিলন ঢেউ তুলেছে দ্যুলোক ও ভূলোক,
বিশ্ব জুড়ে উঠলো ধ্বনি 'ঈদ মুবারক'!
বলি 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক'!
বলি 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক'!

ঈদের চাঁদের এ কোন মায়া, এ কোন সম্মোহন?
বান্দারা আজ সব ভুলেছে দ্বন্দ্বী ও দুশমন।
ঈদগাহে আজ ঢল ফেলেছে নামাজীদের দল,
ইমাম মুর্শিদ বলেন তাকবীর, শামিয়ানার তল।

রোজাদারের এই দুনিয়ায় দানের মেহেরবান,
সেহরি ইফতার ইবাদতে মোমিনের আহবান।
বেহশতী সাজ পথে পথে বান্দা খুশি আজ,
নিখিল জাহান পড়েছে আজ বেলোয়ারী তাজ!

ঈদের গাহে নামাজী ঢল, বাতাসে পয়গাম,
দোস্তি-দুশমন মহামিলন কাতারে আনজাম।
ধনি গরীব নাই ভেদাভেদ বুকে মিলাও বুক,
বলি 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক'!


নামাজেরই সুরা জানায় ‘তাওহীদ’-এরই বল,
বেহেশত দোযখের ভাবনায় চোখে আসে জল!
বেহুদা সব শান শওকত, টাকার গরিমা,
সিতারা হেলালে দেখো 'রব'-এর মহিমা!

সেমাই পায়েশ ছড়ায় সুবাস, হাওয়াতে সৌরভ,
কোর্মা পোলাউ বিরিয়ানী পাকশালায় গৌরব!
ছেলে, বুড়ো, কোলের শিশু, সবাই নতুন সাজে,
খুশির ঢলে সবার বুকে ঈদের গানা বাজে।

মসজিদেরই মিনার থেকে নামাজের ডাক আসে,
অভ্র-জমিন সপ্ত আশমান আজান সুরে ভাসে!
মুয়াজ্জিনের মধুর সুরে রওশন হয় কাবা,
তামাম মাখলুক জোরসে বলে মারহাবা, মারহাবা!

মুসলিম জাহান মরুদ্যানে ইবাদত মাহফিল,
দুহাত তুলে দোয়া দরুদ, মোনাজাত শামিল।
বছর ঘুরে এলো শাওয়াল, খোশ ঈদেরও ঝলক,
বলি 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক'!

----------------------------------------------------------------

রচনাতারিখ: ২২শে মে, ২০২০ সাল (২৮শে রমজান, ১৪৪১ হিজরী)
রচনা সময়: রাত ০১টা ৪৫ মিনিট

Eid Poem
----------------------- Ramit Azad

(ছবি আকাশজাল থেকে নেয়া?





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

২| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনার কবিতা পেলাম।

৩| ২৫ শে মে, ২০২০ রাত ৯:০২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । 

৪| ২৫ শে মে, ২০২০ রাত ৯:৩৯

শের শায়রী বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম রমিত ভাই। ঈদ মোবারক। ভালো থাকুন। সুস্থ্য থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.