নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
বাদলা দিনের ভুল
---------------------- রমিত আজাদ
বৃষ্টি ও বাদল দিনে কোন সে কদম ফুল?
কার মনে কে উড়াল দিয়ে, করলো কেমন ভুল!
ভুলের সেতো নাই ঠিকানা, নাই সে পথের শেষ,
এক ভুলেতেই জন্ম হলো শত ভুলের বেশ!
বৃষ্টি তুমি অঝোর ধারায় ঝরলে ভুলের সাথে,
সেই ধারাতেই অবগাহন, ভিজলো নয়নপাতে!
আঁখির কোনে শিশির কণা, ঝিলিমিলি জ্বলে,
বহ্নিশিখায় বিজলী জ্বলে, সলিল স্রোতের ভুলে!
বাদলা তুমি কেমন বলো, মন ছুঁয়ে দাও ছলে!
ছলাৎ ছলাৎ সেই ছলনা ফুটলো শতদলে।
হোক না সে ভুল হোক ছলনা, সর্বনাশা ঢলে;
ভুলের ফুলে শতদলে দোল লাগে আজ জলে!
---------------------------------------------------------
রচনাতারিখ: ১৭ই জুন, ২০২০
সময়: বিকাল ০৩টা ৪৭ মিনিট
Rainy Day Mistake
------------------------- Ramit Azad
২| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২
কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল হয়েছে। আমার ভাল লাগা রইল।
৩| ১৭ ই জুন, ২০২০ রাত ৮:১২
জগতারন বলেছেন:
কবিতা পড়িয়া মুগ্ধ আমি।
কবির প্রতি সুভেচ্ছা ও অভিন্দন।
৪| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে সুস্বাগতম।
চমৎকার কবিতা ।
৫| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:৫৬
নেওয়াজ আলি বলেছেন: অনন্য অনুভূতি
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: বহুদিন পর।
এত দিন আপনার পোষ্ট নাই। ভাবলাম লোকটা গেলো কই?