নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
তোমার সাজা খোপা থেকে, আমায় কিছু গোলাপ দিও
------------------------------------------------- রমিত আজাদ
অমন রাঙা গোলাপ খোপায়, রাঙা পরীর মেঘলা কেশে,
হাতেও ধরা গোলাপ কুঁড়ি, গোলাপ রঙা বোশেখ বেশে!
দৃশ্যপটেও গোলাপ বাগান! কি কাজ তোমার ঐ বাগানে?
আঁখির পাতা স্বল্প নত, কি কথা কথা কও গোলাপ সনে?
গোলাপী তোমার বসন ঘিরে মৌমাছিরা বাধন হারা?
কোনটা গোলাপ কোনটা তুমি, এই ভেবে যে দিশেহারা!
ওদের মত আমিও তো দিশেহারা হয়েই আছি,
পাপড়ি রাঙা রূপের ছটায় উদ্বেলিত প্রণয় যাচি!
আমায় তুমি কি দিতে চাও? প্রণয়, নাকি শুধুই গোলাপ?
যেটাই দেবে দিয়েই ফেলো, নয়তো আমি বকবো প্রলাপ!
একের ভিতর দুই যদি দাও, বিনিময়ে সবই নিও,
তোমার সাজা খোপা থেকে, আমায় কিছু গোলাপ দিও
--------------------------------------------------------------------
রচনাতারিখ: ২০শে জুন, ২০২০
সময়: রাত ১২টা ২৫ মিনিট
Give Me Some Roses
------------------------- Ramit Azad
২| ২০ শে জুন, ২০২০ রাত ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৩| ২০ শে জুন, ২০২০ রাত ২:০১
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো
৪| ২১ শে জুন, ২০২০ রাত ১:৩১
কল্পদ্রুম বলেছেন: রবীন্দ্রনাথের একটি গান মনে পড়লো। 'বল গোলাপ মোরে বল,তুই ফুটবি কবে সখী।' কবিতা ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২০ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।