নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির রঙ লালি

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৯:৪৫

বৃষ্টির রঙ লালি
--------------------------- রমিত আজাদ



চলো ভিজি বৃষ্টিতে রিমঝিম রিমঝিম,
কেউ কারো নই আজ নিঃসীম নিঃসীম!
তুমি আমি চলে যাবো মেঘেদের দেশে দেশে,
বাতাসের সাথে মিশে, ভালোবেসে ভালোবেসে!

নীলিমায় ছুটে যাওয়া ঘটাদের রঙ লালি,
মালতীর সাথে হেসে উড়ে যাবো ফুল ডালি।
কুমকুম ছিটে উঠে মিশে গেলো বাতাসে,
সেই রঙ লেপে দিলো অবনত আকাশে!

উত্তাল শতদল ভেজা ভেজা বৃষ্টিতে,
ঢউ দোলা দীঘিটির নিদারুন সৃষ্টিতে।
আলাপন মিলে যাবে বৃষ্টির ছন্দে,
পরশনে কম্পন কদমের গন্ধে!

মেঘেরাই এঁকে দিলো আশমানে আল্পনা।
আমাদের শত কথা এলোমেলো জল্পনা।
এই মধু ক্ষণ হলো নিজেদের হারাবার,
পিয়ে যাবো বিষ কিবা অমৃত পারাবার।
-------------------------------------------------

রচনাতারিখ: ০৪ঠা জুলাই, ২০২০ সাল
সময়: সময় রাত ০৯টা ৩৮ মিনিট

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:০৭

Rajibrpsoft বলেছেন: বাহ বেশ

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:১৬

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:১৫

নেওয়াজ আলি বলেছেন: ছবিটাও সুন্দর ।লেখাটাও ভালো।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:১৬

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

৪| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৩:৪৯

আজাদ প্রোডাক্টস বলেছেন: খুব সুন্দর

৫| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৭

রুদ্র আতিক বলেছেন: ছন্দ ও কবিতা দুটোই ভালো লাগলো । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.