নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

বয়ে যাওয়া অর্ধ শতক

১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৯



বয়ে যাওয়া অর্ধ শতক
--------------------------------------রমিত আজাদ

নদী তুমি আমার সময় বয়ে যাওয়া অর্ধ শতক,
নদী তুমি আমার জীবন বেয়ে যাওয়া পাঁচটি দশক।
নদী তুমি দু'কূল জুড়ে শুয়ে থাকা ঘাসের জমিন,
নদী তুমি মেঘ আকাশে চেয়ে থাকা বুকের গহীন!

নদী তুমি ঢেউ জাগানো অথৈ এক বারির আধার,
নদী তুমি জমতে থাকা বেদনার পলির পাথার।
নদী তুমি বাদল ধারার ভরসার বুক পাতা মন,
নদী তুমি তরীর শোভার ভাসমান বর্ণালী বন।

নদী তুমি উজাল দিনে জ্বলে ওঠা সুখ পারাবার,
নদী তুমি নিবিড় রাতে আঁধারের দুখ হাহাকার।
নদী তুমি চলার পথে জেগে ওঠা চরের আশা,
নদী তুমি ফুঁসলে রোষে ভাঙনের লাখ নিরাশা।

নদী তুমি স্রোতের মায়ায় বয়ে যাওয়া রৌদ্র জরিন,
নদী তুমি গতির ধারায় ভেসে যাওয়া সোনার হরিণ।
নদী তুমি চলার বাঁকে বাসনার কাশফুল কূল,
নদী তুমি সাগর পানে ছুটে যাওয়া একরাশ ভুল!
-----------------------------------------------------------------

রচনাতারিখ: ১৪ই আগস্ট, ২০২০ সাল
রচনাসময়: রাত ০২টা ৪৫ মিনিট

Fiftieth Birthday
---------------------------- Ramit Azad


(ছবি আকাশজাল থেকে নেয়া)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১০

শেরজা তপন বলেছেন: ভাল লেগেছে- বিশেষ করে শেষের চরনগুলি।

১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪২

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪২

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

নেওয়াজ আলি বলেছেন: বেশ দারুণ

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪১

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.