নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

দেশটা কিভাবে টিকে আছে ?

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:২৮



" আমি ছোট বেলায় বা বড় হয়ে কোন ছাত্রকে বলতে শুনিনাই যে সে বড় হয়ে দুর্নীতিবাজ হবে"

তারমানে কি যারা আজকে বড় দুর্নীতিবাজ, তাদের ছোটবেলা বা ছাত্রজীবন ছিল না ?

আজকে প্রথম আলো পত্রিকায় পড়লাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতির খবর, এর আগেও প্রথম আলো ৪ কিস্তিতে বাংলাদেশের তাবৎ বড় বড় উপাচার্যদের দুর্নীতির সাতকাহন চেপেছিল !

মাথায় ঢুকে না, আমাদের ছোট্ট এই দেশে হাতেগোনা কয়েকটা বিশ্ববিদ্যালয়, আর হাতেগোনা কয়েকজন উপাচার্য, এদের সবাই যদি এমন দুর্নীতিবাজ হয় তাহলে আর ভালোমানুষ কে থাকে ? যাদের হাতে দেশ গড়ার মানুষ গড়ার কাজ, তারা নিজেরাই গলাঅব্দি ডুবে আছে দুর্নীতিতে, আবার ওখানে থেকেই হাঁক ছাড়ে !

আমরা শুধু শুধুই রাজনীতিবিদ দের গালাগাল দেই !

দেশের প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে বড় পদে বসে আছে সব শিক্ষিত লোক, আর তারা ১০০% দুর্নীতিবাজ ! দেশটা যে এখনো ধ্বংস হয়ে যায় নাই, এটাইতো অনেক কিছু !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪৭

হাতুরে গোয়েন্দা বলেছেন: জাতি এখানেই নিরব!!!

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:০৪

মোহাম্মেদ মুহসীন বলেছেন: নিরব থেকে থেকে, নিঃশেষ হয়ে যাব একদিন :(

২| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১২

ভাললাগে না বলেছেন: রাজনৈতিক পরিচয় চাকুরীর অন্যতম যোগ্যতা হলে এরকম হওয়াটাই স্বাভাবিক। আজকের প্রথম আলো ২য় পেজে দেখেন। "কারা যেন" চাকুরীর দাবিতে ভিসি কে আটকে রেখেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এভাবে চাকুরী পেলে আর কি আশা করা যায়?

এরকম নিয়গ সব সময়ই হয়ে আসছে।কাকে কি বলন!?

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:০৬

মোহাম্মেদ মুহসীন বলেছেন: যত যাই বলেন, আমি বিশ্বাস করি এখনো বেশীরভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হয়, সেজন্যেই এখনো বিসিএস এর দাম টিকে আছে !

৩| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:২১

ঢাকাবাসী বলেছেন: এত সব ক্ষেত্রে সব মানুষ দুর্ণীতিবাজ এটা বোধ হয় পৃথিবীর আর কোথাও নেই! ৯৯% চাকরীজীবি একভাবে না অন্যভাবে করাপটেড! যারা করাপটেড না তারা করাপশন করার চান্স না পেয়ে ভাল মানুষ!

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:০৭

মোহাম্মেদ মুহসীন বলেছেন: সত্যি অবাক করা কাণ্ড, সারা দুনিয়াতে এমনটা দেখা যাবেনা আর !

৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। যেই তরুণ যুবক পুলিশ, কাস্টমস এ অনেক আশা নিয়ে যোগ দেয় কিছুদিনের মধ্যেই সে তার পূর্বসুরীদের মতই হয়ে যায়। এর জন্য দরকার কিছু বড় বড় দুর্নীতিবাজের শাস্তি। এটা ছাড়া তরুণ যারা যোগ দিবে তারা সৎ হওয়ার চেষ্টা করবে না...

১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৩

মোহাম্মেদ মুহসীন বলেছেন: একদিন হবে, সেই আশা নিয়ে বেঁচে থাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.