নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা পেলে কি কেউ ভয় পায়

১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৭


একজনের সাথে কথোপকথন, সে বললো;
-আমি তোমার মনের ভিতর থেকে একবার ঘুরে আসতে চাই
-আমি বললাম মনের ভিতর অনেক ট্রাফিক ঢুকলে আর বের হতে পারবে না
-সে বললো ঢুকলে আর বের হবোও না
-আমি বললাম অনেক অন্ধকার ভিতরে
-সে বললো অন্ধকারেই ভালো লাগে

-একটু থেমে বললো, ভয় পেলে নাকি ?
-আমি বললাম নাহ
-সে বললো আসো তোমাকে আর একটু ভয় দেখাই
-আমি বললাম দেখাও
-সে বললো, তোমাকে ভালোবাসি
-আমি ও তাকে একটা ভালোবাসার অনুভূতির রূপচিহ্ন দিয়ে দিলাম
-সে জিজ্ঞেস করলো, ভয় পাওনি তাহলে ?
-আমি বললাম ভালোবাসা পেলে কি কেউ ভয় পায় ?

সে জানে আমি বিবাহিত, তাই ভেবেছিলো আমি ভয় পাবো, সত্যি আমার ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু ভালোবাসা পেলে আমি ভয় পাইনা, যদিও জানিযে তা ধরে রাখতে চাইনা বা পারবো না। ভালোবাসা পেলে কারোরই ভয় পাওয়া ঠিকনা, মনে সাহস নিয়ে দুনিয়ার যত খোপ খুপরিতে ভালোবাসা পাওয়া যায় সব নিংড়ে নেয়া উচিত, ধরে রাখা বা রাখতে পারা, হারিয়ে ফেলা বা হারিয়ে যাওয়া পরের বেপার।

"শত যাতনার মাঝে যদি একটু শান্তি পেতে হয়,
নিশ্বাস নিতে যখন কষ্ট হয়,
চারপাশটা যখন ক্রমশ ছোট হয়ে আসে,
মন যখন ডানা মেলতে চায় বাতাসে।"


তখন কে শক্তি যোগায়, বাঁচার প্রেরণা কে দেয় ? এই ভালোবাসাই সব কিছুর মাঝে পার্থক্য তৈরি করে দেয়, নিজের জীবন দিয়ে দেখলাম একটু ভালবাসার কারণে কত বদলে যায় সম্পর্ক, সম্পর্কের ভাব, মানুষের কথা বলার ভঙ্গি, কখনো কখনো সম্পূর্ণ বদলে যেতেও দেখেছি।

আপনি যাকে একটু হলেও ভালোবাসেন তার ভালোবাসার পরীক্ষা কখনো নিতে যাবেন না, এতে করে দুই পক্ষই কষ্ট পাবার সম্ভাবনা বেশি, এমনকি সম্পর্কটাও হালকা হয়ে যায় অনেকটা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

কানিজ রিনা বলেছেন: আমাদের কাজের বুয়ার মেয়ে দেখতে শুনতে
বেশ ভাল ওর স্বামীটাও দেখতে ভাল।
কয়দিন পর পর ভালবাসা যুগার করে কোনও
মেয়ে বা কোনও ঘরের কারও বউ নিয়ে উধাও
হয়ে যায়। দুইচার মাস পড়ে আবার এসে
নিজের বউএর কাছে উপস্থিত হয়।
আমি বলি নার্গিস তোর স্বামী আবার কোথথেকে আসল। তুই ঘরে জায়গা দিলিক্যান।
নার্গিস বলে কিকরুম খালামা হ্যায় বুঝেনা
আমি ওকে কত মায়া করি। ছয় বছরে ছয়বার
চলে গেল ম্যানসের বউ লইয়া মজা করে আবার ফিরে আহে। তয় খালামা মেয়ে দুইডা
বড় হইলে আর ঘরে জায়গা দিমুনা।

তখন নিজের কথা ভাবি ওকে বলিনা। তোর
স্বামী না হয় গাড়ির ড্রাইভার সভাব খারাপ।
কিন্তু আমার স্বামীত বড় অফিসার ছিল সাহেব
মানুষ। তবুও এমন সভাব খারাপ হোল কেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.