নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

আমি ভালবাসি তোমায়

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১


আমি জানি তুমি কষ্ট পাও,
মাঝে মাঝে হয়তো কেঁপে ওঠে অন্তর আত্মা,
মুষড়ে যায় তোমার আস্থা;
হয়তো ভরসাও হারিয়ে ফেলো কখনো,
সব কিছুর পরও তুমি ভুলে যেও না একটা কথা,
এ মন ভালোবাসে তোমায়।

আমি জানি, বলিনি তোমাকে ততটা জোর দিয়ে
বাকিদের মতো এতো ছলা কলাও করিনা,
বলতে পারিনা, ওই আকাশের চাঁদ এনে দেবো,
সাত সাগর সাঁতরে পাড়ি দেবো,
চাইলে তুমি জানও দিয়ে দেবো।

বোঝাতে পারিনা তোমায়,
তুমি যে আমার চাঁদ, তোমাতেই যত স্বাদ।
সাগরের পানিও পান করে তৃষ্ণা মেটাতে পারি।
তোমার জন্য এই একটা জীবন,
একাই কাটিয়ে দিতে পারি।

পারি আমি বুঝতে, তুমি চাও, আমি বলি,
উল্লাসে মেতে উঠি, পারিনা আমি,
আমি যে মুখরা, অনেক ভীতি আর ভালোবাসা একসাথে,
পুষে রেখেছি বুকে, যদিও জানি
ভীতি আর ভালোবাসা,
একসাথে থাকতে পারে না।
তাই আবার মনে হয়, আমি বুঝি মিথ্যেবাদী,
হয়তো ভালোই বাসিনা।
নাকি আমিও চাই, তুমিই সোচ্চারিত করো,
জানিয়ে দাও, ওই আকাশ কে, এই পুরো দুনিয়া,
দুনিয়ার মানুষকে,
আমি ভালোবাসি তোমায় ।।

পুনশ্চঃ যাকে নিয়ে কবিতাটা লেখা ছবিটা তারই !!!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

রুলীয়াশাইন বলেছেন: অনেক সুন্দর!

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ, আর দুঃখিত দেরিতে রিপ্লাই দেয়ার জন্যে ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

ছাসা ডোনার বলেছেন: খুব ভাল হয়েছে!!!!

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ, আর দুঃখিত দেরিতে রিপ্লাই দেয়ার জন্যে ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা সার্থক হোক, শুভ প্রত্যাশা।

কবিতা সুন্দর হয়েছে, ভালো লাগলো

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ভালবাসা আজ অতিত স্মৃতি শুধু, অনেক আগের লেখা কবিতাটা।

ধন্যবাদ, আর দুঃখিত দেরিতে রিপ্লাই দেয়ার জন্যে ।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ও ছবি ভালো হয়েছে+

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ, আর দুঃখিত দেরিতে রিপ্লাই দেয়ার জন্য।

তবে না ছবিটা আমার তোলা
আমি শুধু করেছি ঘোলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.