নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেয়া

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬


আমার জীবন থেকে অভিজ্ঞতালব্ধ কিছু কথাঃ

১। এই দুনিয়াতে কেউ কারো অযোগ্য নয়, কেউ বেমানান নয়। আজ যাকে আপনারা অযোগ্য ভাবছেন সময়মত সেই সবার চেয়ে বেশি যোগ্যতার প্রমান দেবে। আজ যাকে বেমানান ভাবছেন, সময়মত সেই সবার চেয়ে ভাল মানিয়ে নিবে।

২। কাঙ্খিত ভালবাসা না পাওয়া, আর কারো নিঃস্বার্থ ভালবাসা গ্রহন করতে না পারা, দুটোই সমান বেদনাদায়ক। দ্বিতীয় ক্ষেত্রে নিজেকে অপরাধীও মনে হয়।

৩। অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেয়া ঠিক নয়, সে যেই হোক। এতে কেউ সুখী হয়না। যে নিজেই অসুখী, সে অন্যকে কিভাবে সুখী করবে?

৪। কোন কিছু মনে করা থেকে বিরত থাকুন, কেননা বেশির ভাগ ক্ষেত্রে মনে করাটা ভুল হয়। কোন সন্দেহ বা অজানা থাকলে সরাসরি জিজ্ঞেস করুন, হোক সে আপনার চিরচেনা কেউ।

৫। সবাই বলে টাকা ধার দিলে বন্ধুত্ব নষ্ট হয়। আমি বলি যে নষ্ট করার সে এমনিতেই করবে। আর দরকারের সময় যদি বন্ধু কাজেই না আসে, তাহলে সে বন্ধু কিসের জন্যে; ধুয়ে পানি পান করার জন্যে!

৬। কেউ কোন ক্ষুদ্র বিষয়ে জিজ্ঞেস করলেও তাকে পরিহাস না করে সঠিক ভাবে উত্তর দেবার চেষ্টা করুন। হোক না সে মহা জ্ঞানী, হয়তো এই ব্যপারটা সত্যিই তার অজানা।

৭। এক জীবনের ব্যাপ্তি অনেক বড় নয়। তাই বলে এতোটা অল্পও না যে ভালবাসা ছাড়া একটা জীবন কাটিয়ে দেয়া যাবে।

পুনশ্চঃ লেখাগুলা সম্পূর্ণ আমার জীবনের অভিজ্ঞতার আলোকে নিজের অনুর্ভর মস্তিষ্কের প্রশব করা, কারো ব্যক্তিগত জীবনের সাথে মিলেগেলে আমাকে দায়ী করবেণ না।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: সবগুলিই অনেক ভাল হয়েছে।২ও৫ বেশি ভাল লেগেছে।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

মোহাম্মেদ মুহসীন বলেছেন: বাস্তবতা অনেক সাবলীল, ধন্যবাদ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

তারেক ফাহিম বলেছেন: কমন অভিজ্ঞতা মিল থাকবে বলে আশা রাখি।

১ ও ২ ভালো লেগেছে।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৯

মোহাম্মেদ মুহসীন বলেছেন: সহমত, আমাদের মাঝে ভুক্তভোগীর সংখা বেশি।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬

জীবন সাগর বলেছেন: ভালো লাগলো ভাই, আপনার বাস্তবিক কথাগুলো

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর ।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০

মুমু পাখি বলেছেন: অসম্ভব সুন্দর একটি লিখা।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাল লিখেছেন ।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ মামা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.