নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব (friendship)

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩০

"বন্ধুত্ব", ইংরেজিতে বলে ফ্র্যান্ডশীপ,
আবার বাংলাতে একটা শব্দ হলো "বন্ধুর"
যার অর্থ হচ্ছে উঁচু - নিচু।

আবার বন্ধু মানে আমরা বুঝি যে, দুটি মানুষের
এমন একটা সম্পর্ক যার ব্যাখ্যা নাই;
না জরুরী আছে ছেলে না মেয়ে,
না জরুরী সে ধনি না গরীব,
না জরুরী তার বয়স, গায়ের রং, তার ধর্ম
এ এক অতীন্দ্রিয় যোগাযোগ।

বিকলাঙ্গতা যেমন দেহ অপূর্ণ রাখে,
বন্ধু হীনতা তেমনি জীবন শুন্য রাখে।
বন্ধু'ত সে, যাকে দেখলে খুশির নহর বয়।
বন্ধু'ত সে, যার কথা প্রেমিকার গানের চেয়েও মিষ্টি লাগে।
প্রেমের জন্য মানুষ জীবন কোরবান করে,
আর বন্ধু'র জন্য প্রেম কোরবানি দেয়।

"চোখ যে মনের কথা বলে"
সেকথা কে শুনতে পায়;
তা কি বন্ধু ছাড়া কারো পক্ষে সম্ভব হয় ?
বন্ধু'ত সে, যে তোমার চিন্তার খেয়া ধরে
মনের সাথে তাল মিলাবে।
হৃদয়ের তোলপাড় করা ঢেউ গুলো
বন্ধু'র পাড়ে এসে আছড়ে পরবে।

যে দেখলে পুছে "কেমন আছেন", রাখেনা মনের খবর;
সে'তো বন্ধু নয়,
সে অচেনা কোন এক পথিক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বানান ভুলগুলো ঠিক করে নিলে ভালো হবে।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ আপনাকে, একটু কি বলে দিবেন কোন গুলি ভুল।

২| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: ফরিদ ভায়ের পরামর্শ নিলে পোষ্টটি আরো সুন্দর হবে।

শুভ কামনা রইল।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ভুল গুলি দেখিয়ে দিলে উপকৃত হতাম

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: নিজের আবেগ সুন্দর করেই তুলে ধরেছেন।

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.