নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

আজ জন্মদিন তোমার

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০


আমার চিন্তা ভাবনা গুলি আজাইরা, তাই আমার লেখা পড়ে আমাকে পাগল ভাবলেও আমি কাউকে দোষ দেবোনা।

মানুষের জন্মদিন, আমার কেন যেন কাউকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে অতটা আমোদ লাগেনা, জন্মদিনের কথা মনেহলেই চোখের সামনে ভাসে দিগম্বর একটা মানব শিশু হাত-পা ৪টা ৮ দিকে ছুড়ে চিৎকার করে কাঁদতেছে। আর একটা ব্যাপার ভেবে আমি অবাক হই, যার জন্মদিন আসে আমরা সবাই সাগ্রহে তাকে শুভেচ্ছা জানাই, তাকে কত উপহার দেই, তারজন্য বিশেষ ভাবে অনুষ্ঠান করাহয়, অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকে সুবিশাল এক সুস্বাদু কেক, আচ্ছা জন্মদিনে এই কেক কাটার আবির্ভাব কিভাবে হলো, এরা মানেই বাটেক? কারো জানা থাকলে দয়াকরে জানাবেন। অনেকেতো আরো এলাহি কাণ্ড করে, একটা মধ্যবিত্ত বিয়ের অনুষ্ঠানের চেয়েও ঘটা করে আয়োজন করে। এবার দেশে থাকতে আমি এক বন্ধুর সাথে তার এক বন্ধুর ১ বছর বয়সী সন্তানের জমদিন অনুষ্ঠানে গিয়ে এই অভিজ্ঞতা পেয়েছি।

একটা ছেলে বা মেয়ে পরীক্ষায় ভাল ফলাফল নিয়ে আসছে, বা কেউ কোন খেলাধুলায় ভাল করছে বা নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে নিজেকে প্রমান করেছে, তাদেরকে আমরা সুভেচ্ছা জানাতে পারি। কিন্তু যার জন্মদিনে আমরা এত ঘটা করে তাকে শুভেচ্ছা জানাই, তার জন্য উপহার কিনি, আনন্দ অনুষ্ঠানের আয়োজন করি, কেউ কি একবার ভেবে দেখেছেন আসলে তার জন্মের পিছে তার কি অবদান? পৃথিবীর প্রতিটা জীব আল্লাহর সৃষ্টি, সেটা আমরা জানি এবং মানি তাই সেদিকে যাবনা। স্বাভাবিক ভাবে একটা বাচ্চার জন্মের পিছনে মূল অবদান থাকে তার মা-বাবার, এরপরে পরিবারের বাকি সদস্যদের এরপরে ডাক্তারদের। তাদের কোন খবর নেইনা কিন্তু আমরা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারপরও পালন করুন।

২| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনায় অনেক সমস্যা আছে, মনে হয়

৩| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৪

শামচুল হক বলেছেন: ঠিক বলেছেন চাঁদগাজি ভাই।

৪| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার পরেও শুভ জন্মদিন।
আগামী দিনগুলো কাটুক
নির্ঝঞ্ছাট।

৫| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম লাইনে সহমত। আজাইরা পোস্ট...

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:১৭

মোহাম্মেদ মুহসীন বলেছেন: হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.