নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

দ্বিধা

২৯ শে মে, ২০১৮ রাত ২:৩৫


রাত অনেক হয়েছে, মোটামুটি মাঝ রাত
নিদ্রাতুর দুচোখের পাতা মুদে আসছে,
শ্রান্ত দেহ খানি একটু আরামের নেশায়, আর
মন আমার তার তৃষ্ণা মেটাতে চায় ।

আকাশে বিশাল এক চাঁদ উঠেছে
তাঁরা গুলোও ফীকে হয়ে গেছে,
জ্যোৎস্নার প্লাবনে ভাসিয়ে নিয়ে যাচ্ছে চারিদিক,
মনের ও তাই ভেসে যাবার সাদ হয়েছে ।

দ্বিধা - দ্বন্দ্ব, দুয়ের টানাপোড়নের মাঝে
দলে যাই আমি প্রতিনিয়ত, হাঁপিয়ে উঠি
কূল পাই না ভেবে, কেন হল এমন
শ্রমিকের দেহে, স্থান নিল কাব্যিক মন ।

নোটঃ আজকের আকাশের চাঁদটা দেখে অনেক আগের লেখা কয়েকটা লাইন শেয়ার করলাম। ছবিটা আজকেই তোলা।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ রাত ২:৪২

রাকু হাসান বলেছেন: ছবিটা ভাল লাগলো ,শ্রমিকের দেহে স্থান নিল ,কাব্যিক মন .।লাইন টি চমৎকার । এমন টা খুব হয় তো .

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ!

হ্যা, কিন্তু হওয়া উচিত না।

২| ২৯ শে মে, ২০১৮ রাত ২:৪৯

মিজভী বাপ্পা বলেছেন: ভালো হয়েছে :)

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ!

৩| ২৯ শে মে, ২০১৮ রাত ৩:১০

ওমেরা বলেছেন: আমার আকাশে চাঁদ নেই আপনার আকাশে চাঁদ আছে ।

কবিতা ভাল লাগল ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মেদ মুহসীন বলেছেন: আপনার আকাশে চাঁদ ছিল না জেনে মর্মাহত হলাম, আশা করছি আপনার আকাশেও চাঁদ দেখা দেবে।

৪| ২৯ শে মে, ২০১৮ ভোর ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ!

৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:১৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: চাঁদ নিয়ে লেখাটা ভালো হয়েছে।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ!

হুম একটা সময় পূর্ণিমা রাতে ঘুম আসতো না।

৬| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:৪৭

মৌরি হক দোলা বলেছেন: সুন্দর :) :)

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ!

৭| ২৯ শে মে, ২০১৮ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: এই কবিতা আপনি গতকাল রাতে লিখেছেন। গতকালের চাঁদ টা আসলেই খুব সুন্দর ছিল।
চাঁদ মানুষের মধ্যে একধরনের ঘোর তৈরি করে। কবিদের কাবু করে সবচেয়ে বেশি।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মোহাম্মেদ মুহসীন বলেছেন: নাহ, কবিতাটা সম্ভবত ২০১১তে লেখা, দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত কাজ করে এসে সেরাতের চাঁদ দেখে লিখেছিলাম, ছবিটা গতরাতের।

৮| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:০৪

লাবণ্য ২ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ!

৯| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: ভাল হয়েছে।
কাব্যিক।
+++

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.