নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

নিরাপদ সড়ক একটি মৌলিক চাহিদা

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪



মাননীয় প্রধানমন্ত্রী সমীপে,

আমার অনেক দিনের ইচ্ছে সুযোগ পেলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার, আপনি কি মরার ভয় করেন বা আপনি কি আপনার দলের অন্য নেতাদের কাছে জিম্মি? আমি মনে করি আপনি মরণকে ভয় পান না, কেননা নিশ্চিত মৃত্যুর সামনে থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছে কয়েকবার, আপনি কারো কাছে জিম্মি হবার কথাও না, কেননা আপনি বঙ্গবন্ধুর কন্যা। তাহলে কেন আপনি সঠিক প্রদক্ষেপ নিতে দেড়ি করেন? সারাদেশ যখন একজন মন্ত্রীর বিরুদ্ধে তখনো আপনি কোন ভয়ে তাকে ছায়া দিচ্ছেন? আপনাকে আমরা দেশের জনগনের পাশে চাই, কোন অদক্ষ মন্ত্রীর পাশে না।

আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, তখন আমাদের সমাজ বইয়ে বাংলাদেশের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস পড়েই বঙ্গবন্ধু মতান্তরে আওয়ামীলীগ'কে সমর্থন করি, ছাত্র জীবনে কিছুটা সময় সক্রিয় ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম। আমি মনে করি শত দুর্নীতির মাঝেও আওয়ামীলীগ সরকার দেশের জন্য কাজ করে। আজকে যারা বলে আপনি ক্ষমতা কুক্ষিগত করে রাখছেন, আমি তাদের জিজ্ঞেস করি, "আজকে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলে কে ধরবে এই দেশের হাল, এমন কে আছে ?" আমার প্রশ্নের সঠিক দিতে পারেনা তারা। আমি মনে করি আপনার কিছু হয়ে গেলে বাঙ্গালীর মুখে খাবারও জুটবে না।

আজ যেখানে আমাদের ছোট ভাইবোনরা "নিরাপদ সড়কের জন্য" রাস্তায় নেমেছে, সেখানে আপনি এখনো চুপ করে কিভাবে থাকেন? নিরাপদ সড়কের দাবিতো কোন দিক থেকেই অযৌক্তিক হতে পারেনা, প্রতিদিন আমাদের দেশের জাতীয় পত্রিকা গুলোতে যে ধরনের খবর বেশি আসে সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা। আপনি এই দেশটাকে এগিয়ে নিতে চান, একটা দেশের উন্নয়নের পেছনে সবচেয়ে বড় ভুমিকা রাখে উন্নত এবং নিরাপদ যাতায়াত ব্যাবস্থা। তাই আপনি যদি এই দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষের কল্যান চান তাহলে আজকের এই আপনার নাতিনাতনিদের আন্দোলনে আপনার যোগ দেয়া উচিৎ।

আমাদের অশিক্ষিত - লোভি পরিবহণ মালিকরা হয়তো বুঝেনা, কিন্তু আপনিতো জানেন সঠিক নিয়ম মেনে চললে সকলের ফায়দা, একটা পাবলিক বাস যদি সঠিক ভাবে রেজিস্ট্রেশান, বছর বছর রেজিস্ট্রেশান হাল-নাগাদ করে, ফিটনেস পরীক্ষা করায়, তাহলে সরকারের কোষাগারে রাজস্য জমা হবে, একজন চালক যদি সঠিক উপায়ে লাইসেন্স পায় তাহলেও সরকারের খাতায় রাজস্য জমা হবে। ঠিক তেমনি বাস মালিক যদি তার যানটি নিয়মিত পরীক্ষণ ও পর্যবেক্ষণের মধ্যে রাখে তাহলে সেটি খারাপ হবেনা সহজে, যদি তার বাসের চালক একজন দখ্য লোক হয় তাহলে সে পরিবহনটি ভালভাবে রাখবে, তাতেও মালিকের লাভ। এমন ভাবে সবাই যদি রাস্তার নিয়ম মানে তাহলে রাস্তা থেকে অনেক ট্র্যাফিক পুলিশ কমিয়ে ফেলা যাবে, তাতেও সরকারের লাভ। আমাদের বড় শহর গুলিতে এত এত টাকা খরছ করে অত্যাধুনিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে, কিন্তু সেগুলি ব্যাবহার হচ্ছেনা।

তাই আপনার কাছে আমার এবং আমাদের সকলের অনুরোধ, সময় মত সঠিক সিদ্ধান্ত নিন, এই দেশ এবং জনগণকে অদখ্য লোকের হাত থেকে রক্ষা করুন। নিরাপদে সড়কে চলাচল নিশ্চিত না হলে আপনার সকল উন্নয়নে কোন সুফল বয়ে আনবে না।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি ঠিক বলেছেন, শেখ হাসিনার কিছু হলে, বাংগালীদের মুখে খাবারও জুটবে না; উনাকে মমি করে, উনার চেয়ারে বসায়ে রাখতে হবে; না হলে, বাংগালীরা শেষ!

২| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: উই ওয়ান্ট জাস্টিস

৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হাসিনা আপা অনেক কিছুই করেছে। তবে সবচেয়ে বড় দুটি কাজ করতে পারেন নি..

১. সুশাসন প্রতিষ্ঠা করা।
২. সুস্থ রাজনৈতিক পরিবেশ। (যেখানে সৎ ও দক্ষ নেতা তৈরী হবে।)

এ দুটি থাকলে দেশের বাঁকি সমস্যা এমনিতেই দুর হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.