নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

বেড়ানোর গল্প, সৌদি আরব

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

একটা সময় মনে খুব আক্ষেপ ছিল এই বলে, যে দেশটাতে জীবনে সব কিছু করার বয়স কাটিয়ে দিচ্ছি, সে দেশের কিছুই দেখা হলনা। কবিগুরুর ঐ কথার মত;

"দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।"


তাই এবার ঈদের ছুটিতে প্লান করেছি অনেক ধুরে বেড়াতে যাবার, এক বন্ধুর গাড়ি, সাথে আরেক বন্ধু মোট তিনজনে মিলে পাড়ি দিয়ে এলাম ৩'৫০০ কিমি এর বেশি রাস্তা। আমাদের যাত্রা শুরু হয়েছিল সৌদি আরবের পূর্বাঞ্চলের দক্ষিণের একটা গ্রাম "খুরাইস" থেকে, যেখানে আমি চাকরি করি। খুরাইস - রিয়াদ - খামিস মুসাইত - আভা - জেজান - বাহা - মক্কা - রিয়াদ - খুরাইস।

এই ভ্রমনে এমন কিছু জায়গা দেখার এবং এমন কিছু রাস্তায় ড্রাইভ করার সৌভাগ্য হয়েছে যে মনের আক্ষেপটা এখন আর নাই। এক কথায় "বেস্ট হলিডে এভার, ইন মাই ১২ ইয়ারস অফ এক্সপাট লাইফ।"

ছবি গুলা খামিস মুশাইত থেকে আল দারব হয়ে আভা যাওয়ার পথে, যেখানে দাড়িয়ে তোলা হয়েছে এই জায়গা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২০০০ মিটার উপরে।


এই ছবিটাতে এখনো মেঘের ছটা রয়ে গেছে, সকাল সকাল তুলেছিলাম তাই

পুরা আকাশটাই আমার

রাস্তার পাশে


জেজান থেকে বাহা যাবার পথে, নিচের ঐ সরু দাগটাই রাস্তা, ঐটা দিয়েই ড্রাইভ করে এসেছি, এই জায়গা সমুদ্র পৃষ্ট থেকে ১৯০০ মিটার উপরে, এই রাস্তা সর্বচ্চো ২১০০ মিটার উপরে।


দূরের দিকে তাকালে পাহাড়ের গায়ে যে সরু রেখা দেখায়, সেটাই রাস্তা


আল বাহা শহর সমুদ্র পৃষ্ট থেকে ২১০০ মিটার উপরে, যখন সারা সৌদিতে মানুষ গরমে অথিষ্ঠ তখনো এখানে ঠাণ্ডা থাকে। আভা, তায়েফ এবং বাহা তিনটা শহরই মোটামুটি সমুচ্চতায়, তাই প্রায় সারা বছর এখানে ঠাণ্ডা থাকে


এটা এক অলৌকিক জায়গা, বাহা জেলার আকিক শহর থেকে ৩০ কিমি পাহাড়ের মধ্যে, চারদিকে পাথুরে পাহাড় ঘেরা জায়গাতে কিভাবে এক লেকের সৃষ্টি সেখানে আবার প্রচুর মাছ রয়েছে, গোগল ম্যাপ অনুযায়ী লেকটার নাম Wadi Tharad Dam's Lake



তাইফ শহর হয়ে পবিত্র নগরী মক্কা যেতে পাড়ি দিতে হয় আল-হাদা নামক জায়গার আস-সাফা পাহাড়ি রাস্তা, নিচের ছবিটা বিমান থেকে নয় পাহাড় থেকে তোলা, সমুদ্র পৃষ্ট থেকে ১৯০০ মিটার উপরে এই পাহাড়।


আপলোড লিমিট শেষ পরে আবার কোন দিন পোস্ট করবো।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

ঢাবিয়ান বলেছেন: মরুভুমির মাঝে সবুজ লেকটা অসাধারন লাগল। একেই বোধহয় মরুউদ্যান বলে।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

মোহাম্মেদ মুহসীন বলেছেন: পাথুরে পাহাড়ের মাঝে, এবং অনেক মাছে ভরা

২| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

ফেনা বলেছেন: খুবই সুন্দর।

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বেশ সুন্দর

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

সনেট কবি বলেছেন: সুন্দর।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৪

বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি—
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী...

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

মোহাম্মেদ মুহসীন বলেছেন: জি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.