নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

স্ত্রী - হিন্দি সিনেমা

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

এটা মুভি রিভিউ না, নিজের কথা শেয়ার করা।



ছবির নামঃ স্ত্রী
ভাষাঃ হিন্দি
অভিনয়ঃ রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি

শুরুতেই বলতে চাই স্রাম্পতিক যারা যারা ইংলিশ হরর NUN দেখে বিরক্ত হয়েছেন তাদের বিরক্তি দূর হয়ে হাবে স্ত্রী দেখলে।

ছবির কাহিনী আবর্ত হয়েছে একটা শহরকে ঘিরে, যেখানে প্রতি বছর পূজার সময় এক ভুত/পেত্নি বা চুড়াইলের আবির্ভাব হয়, সে একা জোয়ান পুরুষ পেলে তুলে নিয়ে যায়, তবে নিয়ে যাওয়ার সময় জামা-কাপর ফেলে যায়। মজার ব্যাপার হচ্ছে সেই ভুত/পেত্নি বা চুড়াইল যাই বলি, সে মোটামুটি পড়ালেখা জানা তবে কিছুটা বেকুব, সে তার হারানো ভালোবাসা আর সম্মান খুঁজে ফিরে।

তার হাত থেকে বাঁচার জন্য শহরের সবাই ঘরের দেয়ালে লিখে রাখে "ও স্ত্রী কাল আনা", তবে ঘটনা ক্রমে সেই লেখা কেউ মুছে ফেলে, আর এক রাতেই ২০জন পুরুষকে তুলে নিয়ে যায় স্ত্রী।

রুদ্র নামের একজন আছেন সেই গ্রামে যিনি স্ত্রী'র হাত থেকে বাঁচার জন্য সবাইকে রাস্তা দেখিয়ে দেয়। সেই স্ত্রী'র সাথে ফাইট দেয়ার জন্য আমাদের নায়িকার আবির্ভাব হয়, কোন কূল-কিনারা করতে না পেরে সবাই মিলে যায় এক বুজুর্গের কাছে। তিনি বলে দেয় এক লোকের বর্ণনা যে এই স্ত্রী'র হাত থেকে বাঁচাতে পারবে শহরবাসীকে। বুঝা যায় সে আমাদের নায়ক।

আর বলবো না, মুভি দেখে মজা নিয়েন, পুরা পয়সা উশুল সিনেমা, কাহিনী, অভিনয়, গান। আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে যে, আমাদের নায়ক এক গণিকার সন্তান এটা সবাই জেনেও কেউ তাকে এটা নিয়ে কিছু বলেনা, উপরন্তু পুরা শহরে তার কাজের জন্য সে অনেক প্রশংসনীয়। আমাদের পুরনো প্রবাদ "জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভাল" সেটার প্রতিফলন এখানে।

মুভির লিঙ্কঃ নিজের গোগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিলাম, সরাসরি লোড দিতে পারবেন।
https://drive.google.com/file/d/1X2r68L0g7pfx9jcXNXmj8VEJ2lZfEKIP/view?usp=sharing

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখবো নাকি :-B

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

মোহাম্মেদ মুহসীন বলেছেন: দেখে ফেলুন

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: #:-S :-< |-)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: অসাধারণ কিছু মুভি দেখেছি- গত এক সপ্তাহে-
The Great Gatsby, The Call, Snow White and the Huntsman, Ice Age-4.Continental Drift, Dark Shadows, এবং Ted

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

মোহাম্মেদ মুহসীন বলেছেন: সব গুলাই দেখা

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

তিক্তভাষী বলেছেন: ছবিটি এর আগে অন্য এক সাইটে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু প্রিন্ট সুবিধার ছিল না। এবার আপনার দেয়া লিঙ্কে গিয়ে দেখলাম। ভালো লাগলো। ধন্যবাদ।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: শুনে খুশী হলাম আমার লিংক কাজে এসেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.