নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

কাস্ট অ্যাওয়ে (CAST AWAY) ইংলিশ মুভি

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪


আজকে যে সিনেমা নিয়ে কথা বলতে চাই, আমার দেখা সবচেয়ে সেরা সারভাইবাল সিনেমা এটা। অনেক দিন থেকেই ভাবতেছিলাম এটা নিয়ে লিখবো, গতকাল একবন্ধুর The Terminal নিয়ে লেখা দেখে মনে পরে গেল।

সিনেমাঃ CAST AWAY
IMDb Rating: 7.8/10
আমার রেটিংঃ ১১/১০

অভিনেতা Tom Hanks এর সব গুলা সিনেমা এক একটা মাস্টার পিস, কিন্তু এটা আমার দেখা সবচেয়ে সেরা। এমন সিনেমা দেখলে মানুষের মনে নতুন করে বাঁচার ইচ্ছে সঞ্চার হয়, হোক সে গলা পরিমান সমস্যায় ডুবে আছে। সিনেমাতে দেখানো হয়েছে কিভাবে একটা খুদ্র জিনিশ কিভাবে মানুষকে শক্তি যোগায়, একটা মানুষ তার দায়িত্বের প্রতি কতটা নিষ্ঠাবান হওয়া উচিৎ। ভালোবাসার টান কত প্রখর, সর্বোপরি মনের শক্তি একটা মানুষকে কত বড় সঙ্কটে বাঁচিয়ে রাখে।

সিনেমার গল্প খুব সোজা, FedEx এর কর্মকর্তা তাদের কার্গো বিমানে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে এক নির্জন দ্বীপের কাছে ভেঙ্গে পরে। সেখান থেকে সে সম্পূর্ণ নিজের ইচ্ছে শক্তিতে বেঁচে ফিরে আসে। যাক বেশি বলে মজা নষ্ট করবো না, নিচে আমার গোগল ড্রাইভের লিংক দিয়ে দিলাম দেখে মজা নিয়েন।

লিঙ্কঃ Click This Link

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখেছি। ভালো মুভি।
লোকটা একা বাস করে। আশে পাশে শুধু সমুদ্র আর জঙ্গল।
সীমাহীন কষ্ট করে ৪ টা বছর।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

মোহাম্মেদ মুহসীন বলেছেন: আমার কাছে অসাধারণ লেগেছে

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Island নিয়া কত গেম খেলছি.... :D

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

মোহাম্মেদ মুহসীন বলেছেন: তাহলেতো ভালই

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: টম হ্যানক্স আমার হলিউডের সবচে ফেভারিট এক্টরদের মধ্যে অন্যতম। আর এই কাস্ট এওয়ে মুভিটা যে কতবার দেখেছি আমি নিজেও জানিনা।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মেদ মুহসীন বলেছেন: বার বার দেখার মতই

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

দিপু দিপু বলেছেন: আপনি একটা দ্বীপে আটকা, আপনার পরিবারের কথা ভাবেন তাদের কাছে ফিরে যেতে চান। ফিরে যাওয়ার পর দেখেন আপনার পরিবারই নাই। দ্যা লাভ অফ ইউর লাইফ, অন্য কারো! এই সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে নির্জন দ্বীপে থাকাই শান্তির!

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: সত্যের মুখোমুখি না হয়েও কিন্তু মানষিক শান্তি মিলেনা

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮

হাসান রাজু বলেছেন: - You look lost.
- I do ?
সিনেমাটির শেষের দিকের এই কথোপকথন আমায় নাড়িয়ে দিয়েছিল।
অসাধারণ একটা সিনেমা।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১

ডার্ক ম্যান বলেছেন: আপনার লিঙ্ক কাজ করে না । মুভিটা অবশ্যই দেখবো

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: আবার দেখেন

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

জাহিদ অনিক বলেছেন: ভালো সিনেমা।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

গরল বলেছেন: ভাল লেগেছিল মুভিটা, রবিনসন ক্রুশোর আধুনিক ভার্সন।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাল লিখেছেন। শুভ কামনা রইলো।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

সজল_ বলেছেন: দেখেছি। অনেক ভালো মুভি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.