নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

মুক্তির অপেক্ষায়

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৫

রাতে বিছানায় পিঠ দিতেই কয়েকটা লাইন মাথায় আসলো, তখনি শুয়ে শুয়ে নোটে টুকে রেখেছি। বাংলা বানান নিয়ে আমি খুব ভেজালে আছি;



যদি জিজ্ঞাসে কেউ,
বেঁচে আছি কিসের আশায়?
দ্বিধাহীন কন্ঠে বলবো,
সে তো মুক্তির অপেক্ষায়।
কে সে জল্লাদ,
কারারূদ্ধ করে রেখেছে আমায়?
আপন জীবনের চেয়ে বড় শৃঙ্খলতো আর নাই!

পলে পলে জিজ্ঞাসে প্রাণ,
চেয়ে জীবনের মুখ পানে;
প্রতিটা প্রহর কি এমনি যাবে,
মুক্তির আস্বাদনে?
অদৃশ্য এই বেড়ি,
জগৎ সংসারের এত শত দায়;
কবে চুকাবো সব;
দম ফুরাবে কোন একা নিরালায়?

হাভাতে শৈশব,
কপটতার যৌবন পেরিয়ে এই মধ্যাহ্নে;
চাওয়া পাওয়ার হিসেব কষে,
ফলাফল পেলাম শুন্যে।
মনে মনে সান্তানা এই,
গল্পটা একধারে না পাওয়ার শুধু;
পেয়ে হারানোর তীব্র যন্ত্রনা,
জীবনকে পেতে হয়নি কভু।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

তবে বানানে আসলেই সমস্যা

২| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



টুকে রাখার পর, ঘুম কেমন হলো? না টুকে রাখলে কি এমন আসতো যেতো?

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৪৩

মোহাম্মেদ মুহসীন বলেছেন: কত শত হারানো কবিতার সাথে সামীল হতো।

৩| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: টুকে বানান ঠিক করেন

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৪২

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: টুকে রাখা কথা মালা।

৫| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: টুকে রাখা কথা মালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.