নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

বিএসএফ আদালতে ফেলানী হত্যাকারী নির্দোষ!

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৪৬

২০১১ সালের ৭ জানুয়ারি। সীমান্তের কাঁটাতারে ঝুলে আছে ফেলানী। ঝুলে আছে বাংলাদেশ। পুরো পৃথিবী দেখেছে এ ঘটনা। শুধু দেখেনি আমাদের সরকার!
ঘটনা এখানে শেষ নয়। আন্তর্জাতিক চাপে এ ঘটনার লোক দেখানো বিচার শুরু করলো ভারতীয় সরকার। অভিযুক্ত অমিয় ঘোষ প্রথম রায়ে খালাশ। সুবিচিরের আশায় আপিল করল মানবাধিকার সংগঠণ। গতকাল পুনরায় রায় ঘোষিত হলো, এ রায়ে ও নির্দোষ প্রমাণিত হলো খুণি অমিয় ঘোষ!
এবারো নিশ্চুপ সরকার। হতবাক মানবতা।
এক ফেলানীই যে শুধু এ ঘটনার শিকার তা নয়। প্রতিদিন একই ঘটনা ঘটছে। সীমান্ত এলাকায় পাখির মত গুলি করে মারছে আমাদের। কোন প্রতিরোধ নাই, তাই প্রতিকার হয় না।
এভাবেই চলছে এবং চলতে থাকবে। যতদিননা পরিবর্তন হবে আমাদের রাজনৈতিক অনাদর্শের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.