নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

দপ্তরবিহীন মন্ত্রী কাহন

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৭

বিগত আওয়ামিলীগ সরকারের আমলে দপ্তরবিহীন দুজন মন্ত্রী ব্যাপক আলোচিত হন। একজন তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (পরে দপ্তরবিহীন) সোহেল তাজ। যিনি বঙ্গবন্ধুর সুযোগ্য সহযোগী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র। অন্যজন বাম ঘেসা পল্টিবাজ কালো বেড়াল খ্যাত সুরন্জিত সেনগুপ্ত। প্রথমজন সততার সাথে আপোস না করে স্বেচ্ছায় মন্ত্রীত্ত্ব ছেড়ে দেন, যাকে ফিরিয়ে আনার জন্য তখনকার সরকার অনেক চেষ্টা করে। কিন্তু তিনি অযোগ্যতার সাথে আপোস করেন নি। অন্যজন অবশ্য বস্তাভর্তি টাকা সহ ধরা খেয়ে মন্ত্রীত্ত্ব হারান। পরে প্রধানমন্ত্রীর পায়ে ধরে দপ্তরবিহীন পদটা ধরে রাখেন।
এখন আসা যাক আজকের প্রসঙ্গ। কথিত হচ্ছে, প্রধানমন্ত্রীর সাথে বনিবনা না হওয়াই এবং ৬০০ কোটি টাকা ভাগবটোয়ারায় সম্মতি না থাকায় মন্ত্রণালয় হারাতে হলো সৈয়দ আশরাফুল ইসলাম কে। সৈয়দ আশরাফুল ইসলাম এর কথাবার্তার ব্যাপারে কারও কারও আপত্তি থাকতে পারে। কিন্তু তার সততার ব্যাপারে কারও কোনো কথা আছে এটা অসম্ভব। আর এই সততার জন্যই তাকে হারাতে হলো মন্ত্রণালয়। এরপর হয়ত মন্ত্রীত্ত্ব ও হারাতে হবে। যেখানে সততার জন্য একজন মন্ত্রীর পুরষ্কৃত হওয়া উচিত, সেখানে আমাদের দেশে জোটে তিরস্কার! হাইরে দেশ, হাইরে নেতা!
এ ব্যাপারে অনেক কিছু লেখার ছিল। কিন্তু সময়ের সল্পতায় আজ আর সম্ভব হলো না। আগামীতে লিখব ইনশাআল্লাহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.