নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

মরেনি রাজন, মরেছি আমরা

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪

কি নিষ্ঠুরত! কি বর্বরতা! বর্বর যুগকেও হার মানায় এ বর্বরতা আর ঐ পৈশাচিক হাসি। আঘাতের ওপর আঘাত করে হত্যা করা হলো ১৩ বছরের শিশু রাজনকে। অনেকে কাছ থেকে দেখলেও বাঁচাতে আসলোনা কেও। আর মৃত্যুর পর তার জন্য মায়াকাঁন্নার লোকোর অভাব নাই। এটাই বাস্তবতা। এটাই এখন আমাদের সমাজব্যবস্থা।
এ বর্বর ঘটনা নিয়ে এখন শুরু হয়েছে বর্বর রাজনীতি! হাছান মাহমুদ নামক এক আবাল মন্ত্রীতো বলেই ফেললেন, এ ঘটনার জন্য নাকি খালেদা জিয়া দায়ী! শুনে অবাক হইনি। এরুপ বক্তব্য হরহামেশাই আমরা শুনে থাকি। এখানেই শেষ নয়। আওয়ামিলীগের অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট উল্লেখ করছে, এ ঘটনা নাকি সিলেট যুব দলের দুই কর্মী ঘটিয়েছে। পরের দিনই বিএনপি সমর্থিত পত্রিকা আমার দেশের প্রতিবেদন, যুব লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায়। কি নোংরা রাজনীতি। একটি জঘন্য ঘটনাকে কিভাবে রাজনৈতিক মোড়কে এনে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছে দুই দল।
এদের জন্যই হয়তোবা একদিন বিচারের হাত থেকে বেরিয়ে যাবে খুঁনিরা। আর আমরাও বরাবরের মতো ভুলে যাবো রাজন নামক একটি ছেলেকে।
আসলে কে মরেছে? রাজন। নাকি আমাদের বিবেক, মনুষ্যত্ব!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.