নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

যোগ্য দলের যোগ্য এমপি\'র যোগ্য কান্ড!!!

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫

বর্তমান আওয়ামিলীগ সরকারের শতভাগ আদর্শ ধারণকারী সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তিনি নানা বিশেষণ এ বিশেষিত। ইয়াবা পাচারকারী, সন্ত্রাসী এবং নানা ইস্যুতে নানা বিশেষণে বিশেষিত হয়েছেন তিনি। শিক্ষক, আইনজীবী, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তাসহ অনেককে মারধর করে অনেক আগেই তিনি নেত্রীর বিশ্বাস অর্জন করেছেন। সর্বশেষ এক প্রকৌশলীকে পিটিয়ে নিজেকে খাঁটি আওয়ামিলীগ প্রমাণ করলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় প্রকৌশলী মিনহাজ অনুপস্থিত থাকার পর তাকে খবর দেওয়া হলেও তিনি দেরি করায় এই কাণ্ড ঘটান সংসদ সদস্য। এ ব্যাপারে বদির দল আওয়ামী লীগের উখিয়া উপজেলা কমিটির সভাপতি হামিদুল হক বলেন, “একজন সরকারি কর্মকর্তাকে এমপি বদি কর্তৃক অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করার ঘটনা ঘটেছে বলে আমি কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনেছি। মূলত উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় যথাসময়ে ওই সরকারি কর্মকর্তা উপস্থিত না হওয়ার কারণে ওই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছে।”

এ ব্যাপারে প্রহৃত প্রকৌশলী মিনহাজ সাংবাদিকদের বলেন, “সাংসদ অকথ্য ভাষায় গালাগালি করতে করতে আমার অফিসে ঢোকেন। একপর্যায়ে মারধর শুরু করেন।''

যেখানে সরকার আইন করেছে একজন সরকারী কর্মকর্তাকে গ্রেফতার করার জন্যও বিভাগীয় অনুমতি লাগবে, সেখানে একজন কর্মকর্তা সরকার দলীয় এমপি কতৃক তার নিজ অফিসেই প্রহৃত হয়! সত্যিই আমরা ন্যায়হীন আইনের দেশে বসবাস করছি। যেখানে আইন ব্যস্ত থাকে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য। আর কতদিন চলতে থাকবে এ অবস্থা? কখনোই কি আমরা মানুষের কাতারে দাড়াতে পারবোনা?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৩

প্রামানিক বলেছেন: এসব ঘটনা এখন মাথায় ঢোকে না।

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২০

কাজী সোহেল রানা বলেছেন: মাথায় না ঢুকালেই শান্তিতে থাকা যায় ভাই।

২| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: প্রকৌশলীকে মারধর করার সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের কি ভূমিকা ছিল?

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

কাজী সোহেল রানা বলেছেন: নিরব দর্শক ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:

বদি ইয়াবা না আনলে আপনাদের জেনারেশন খাবে কি?

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

কাজী সোহেল রানা বলেছেন: হা হা হা..............। দারুন বলেছেন। আর এজন্যতো বদিকে পুরষ্কৃত করা দরকার। কি বলেন ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.