নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

শিক্ষায় ভ্যাট বিরোধী আন্দোলন থেকে বিএনপি\'র শিক্ষা নেয়া উচিত.....।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

কোন নেতা নেই। নেই কোন নেত্রী ও। অস্ত্র সস্ত্র নেই, কর্মী নেই। নেই কোন টাকার যোগান ও। তার পরও একটা আন্দোলন ঘটে গেল, সেই সাথে দাবি আদায় ও। কেও আহত হয়নি, গাড়ির একটা গ্লাস ও ভাঙ্গেনি। ছাত্র আন্দোলন এমন ই হওয়া উচিত। এর বিপরীতে ছাত্র লীগ এবং ছাত্র দলের যে কর্মকান্ড আমরা দেখি সেটা কখনও আন্দোলন নয়। আন্দোলনের নামে আফ্রিকার একদল বর্বর, হিংস্র ও জংলি জানোয়ারের আস্ফালন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে সেখানে দেশের মানুষের সমর্থন ও আর্শিবাদ পেয়েছ। অথচ আওয়ামিলীগ, বিএনপি কোন আন্দোলন করলে দেশের মানুষ তাদের অভিষাপ দেয়। কারন এরা কখনও দেশের মানুষের জন্য আন্দোলন করেনা। আন্দোলন করে কারও বাড়ি বাঁচাতে, কারও মামলা থেকে রেহায় পেতে, কারও বাপের নামে কে কি বলল এটার বিচার করতে। এর একটার সাথেও দেশের মানুষের স্বার্থ বিন্দুমাত্র সংশ্লষ্ট নাই।

এই যে একই মাস থেকে সরকার পানি, বিদ্যুত ও গ্যাসের দাম বৃদ্ধি করে যে অন্যায় করল, এটা নিয়ে বিএনপি'র কোন মাথা ব্যাথা নাই। কোন আন্দোলন নাই। সামান্য একটা বিবৃতি দিয়েই শেষ। অথচ বিএনপি'র উচিত ছিল এটা প্রত্যাহারের দাবিতে জোরালো আন্দোলন করা। এ আন্দোলনে অবশ্যই তারা সাধারণ জনগণের সমর্থন পেত।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

মিথ্যা প্রেমের গল্প বলেছেন: কোথায় আগর তলা, আর কোথায় কেওরা তলা!
.
সেটা ছিল সমস্যা একটা ভ্যাট নিয়ে ইসু আর এটা ক্ষমতার লড়াই ।
.
যদি বিএনপি ৫ বছর বাস্তায় দাড়িয়ে শান্তিপুর্ন ভাবে দাড়িয়ে থাকে। তবুও কিছু হবে নাহ।
.
আর টাকা? ওরা নামছিল বাবার টাকা বাচাতে। বাট "আওয়ামি /বিএনপি "কারও নিজের বাবার টাকা নাহ। খরচ হলে সমস্যা কি? যাবে নেত্রীর

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

কাজী সোহেল রানা বলেছেন: আমি যৌক্তিক দাবিকেই প্রাধান্য দেই, ক্ষমতার লড়াইকে না। আর ক্ষমতার লড়াইতো বনের হিংস্র পশুরা করে, মানুষ নয়।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

মিথ্যা প্রেমের গল্প বলেছেন: কোথায় আগর তলা, আর কোথায় কেওরা তলা!
.
সেটা ছিল সমস্যা একটা ভ্যাট নিয়ে ইসু আর এটা ক্ষমতার লড়াই ।
.
যদি বিএনপি ৫ বছর বাস্তায় দাড়িয়ে শান্তিপুর্ন ভাবে দাড়িয়ে থাকে। তবুও কিছু হবে নাহ।
.
আর টাকা? ওরা নামছিল বাবার টাকা বাচাতে। বাট "আওয়ামি /বিএনপি "কারও নিজের বাবার টাকা নাহ। খরচ হলে সমস্যা কি? যাবে নেত্রীর

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

আমি আবুলের বাপ বলেছেন: বিএনপি পানি, বিদ্যুত ও গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে করলে ৫০টা নেতা রিমান্ডে থাকত।সরকার এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসাবে কঠোর হাতে দমন করত।হয়তোবা দুই চারটা লাশ আবারো পড়ত । ৫/১০ টা গুম হত। আর জনগন ক্ষমতার লড়াই মনে করে ঘরে বসে লাইভ বালুর ট্রাক দেখে হাসাহাসি করত।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

কাজী সোহেল রানা বলেছেন: একটা রাজনৈতিক দলের কাজ ই জনগণকে নিয়ে ভাবা। জেল, গুমের ভয় পাওয়া নয়।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

আমি আবুলের বাপ বলেছেন: বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদের কর্মসূচিতে পুলিশ ও আলীগ ক্যাডারদের হামলা

বিএনপি আন্দোলনে করলে এর থেকেও খারাপ হবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

কাজী সোহেল রানা বলেছেন: এটা আওয়ামিলীগের জন্ম দোষ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

মিথ্যা প্রেমের গল্প বলেছেন: আমি যৌক্তিক দাবিকেই প্রাধান্য দেই, ক্ষমতার লড়াইকে না। আর ক্ষমতার লড়াইতো বনের হিংস্র পশুরা করে, মানুষ নয়।
.
.
আন্নে কি বাংলাদেচে থাকুন? নাকি অন্য কোথাও থাকুন?
.
বাংলাদেশের রাজনীতি কুকুরের কামড়া কামড়ি চেয়ে যগন্য

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

কাজী সোহেল রানা বলেছেন: পরিবর্তনের চেষ্টাই তো শিক্ষিত মানুষের কর্তব্য।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


প্রাইভেটের কসাইরা জিতেছে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

কাজী সোহেল রানা বলেছেন: কথাটা অনেকাংশে সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.