নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

হামলা, মামলা যখন বৈধ !!!

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

একেতে সংখ্যালঘু হিন্দু। তারপর আবার নীচু জাত মালো। তারা মরলেইবা কি। আর তাদের মারলেই বা কি! এ ব্যাপারে আমাদের মিডিয়া সহ সাধারণ মানুষ একেবারে নিশ্চুপ। ফেসবুকে আর কোন ঝড় উঠছেনা। নানা শোকের আর সহানুভূতির পোস্টে ফেবু ভরপুর হচ্ছে না। অথচ কয়েকদিন আগেই সিরিয়ার শিশু আইলানের জন্য আমাদের কি দরদ! আইলানের জন্য আমরা যেটা করেছি মানবিকতার বিচারে সেটা অবশ্যই করা উচিত। সারা বিশ্বের মানবিকতার ভার নিলাম, অথচ নিজের দেশের একটি শিশুকে মায়ের জরায়ুতে থাকা অবস্থায় হত্যা করা হলো তখন আমাদের মানবিকতায় আঘাত আসে না।

কারণটি কি এটিই যে হামলাকারীরা সরকার দলের সমর্থক। এ ঘটনা নিয়ে সরকারের গলাবাজ মন্ত্রিরা গলাবাজি করলেন না। কারনটি কি এটাই হামলাকারীরা প্রকাশ্য সোনার ছেলেরা। কি আজব! বেয়াদব হানিফ আর বটতলার উকিল কামরুল একেবারে নিশ্চুপ। এখন আর তারা কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না। কারণ তাহলে যে থলের বিড়াল বেরিয়ে যাবে। তথ্যবাবার কাছে এত তথ্য থাকে, অথচ তিনি এ তথ্য পেলেন ই না। আজব তো!!

বুধবার মধ্যরাতে ফেনি সদর উপজেলার মাথিয়ারা জেলেপাড়ায় যে হামলা হলো তার কারণ যাই হোক, আন্তর্জাতিক অঙ্গণে বিষয়টি যে অনেক দূর গড়াবে এটা আমরা সকলেই জানি। ভারতের মৌলবাদি হিন্দু জঙ্গিরা যে এটা নিয়ে ফাইদা তুলতে চাইবে, এটাও সবার জানা। এখন সরকারের এবং মিডিয়ার উচিত আশু পদক্ষেপ গ্রহণ করা। দলের উর্ধ্বে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে দোষিদের শাস্তি দেয়া। অন্তত এটা নিশ্চিত করা, বাংলাদেশ সবার জন্য।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪

বিপরীত বাক বলেছেন: হত্যা কাকে বলে জানেন অাগে। তারপর হত্যা নিয়ে চিল্লাপাল্লা করেন।
মায়ের পেটে যে মারা গেছে সেটা হত্যার শিকার না কারণ সেখানে কোন শত্রুতা, রেষারেষি ছিল না। সে ছিল দুর্ঘটনার শিকার।
অাইলানের ঘটনাও তাই।

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

কাজী সোহেল রানা বলেছেন: শিখলাম ভাই আপনার কাছ থেকে। ধন্যবাদ সোনার ছেলের মত মন্তব্যের জন্য।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮

দূর্বার শাওন বলেছেন: কিছু প্রশ্ন এবং তার উওরঃ
আমরা বাংলাদেশের মুক্তমনাদের কেন হিন্দুদের কিছু হলেই প্রতিবাদ করি? এবং মুসলমানদের হত্যা করা হলেও কেন চুপ থাকি?
★★★
উত্তরঃ আমরা বাংলাদেশের মুক্তমনারা মূলত ছুপা হিন্দু। আমরা অনলাইনে মুসলমানদের ধর্ম নিয়ে মিথ্যাচার করলেও আমাদের হিন্দু ধর্ম নিয়ে লিখি না।কারণ, আমরা হিন্দুত্ত্ববাদের অনুসারী।
আমরা মুসলমানদের কষ্টে খুশী হই।মুসলিম মারা যাওয়ার খবরে উল্লাসিত হই। আমরা বাংলাদেশে মুসলমানদের অধিকার কেড়ে নিয়ে হিন্দুত্ত্ববাদ প্রতিষ্ঠা করতে চাই।
মোদ্যাকথা,
বাংলাদেশে হিন্দুত্ত্ববাদের প্রতিষ্ঠা ও মুসলমানদের একঘরে না করা পর্যন্ত আমাদের মুক্তমনাদের সংগ্রাম চলবে।
----এবারের সংগ্রাম
হিন্দুত্ত্ববাদ প্রতিষ্ঠার সংগ্রাম----
----এবারের সংগ্রাম হিন্দু রাষ্ট্র
বাংলাদেশ গড়ার সংগ্রাম -----
------------- জয় বাংলা

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

কাজী সোহেল রানা বলেছেন: ভাই আপনার কথাটি আমি মানতে পারলাম না। প্রতিবাদ যে করে সে সবখানেই করে। এ ঘটনা কোন মুসলিমের ক্ষেত্রে হলেও আমি একই কাজ করতাম।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

মানবী বলেছেন: আয়লানদের জন্য চোখের জল ফেলা সহজ, সেখানে যেহেতু আমাদের কন্ঠ পৌঁছেনা তাই আমরা সিংহ হয়ে উঠতে পারি সহজেই।
বাড়ির আঙ্গিনার ঘটনায় প্রতিবাদ জানালে দায়িত্ব আর ঝামেলা বেড়ে যায়! এখানে টুঁ শব্দ করলেও তা হত্যাকারীর কানে পৌঁছে যায়, সমস্যা অনেক।

বুঝাতে অক্ষম হয়েছি মনে হয়।

পূজাপার্বন নিয়ে ঢাকঢোল পিটিয়ে বাড়াবাড়ি করেই এই ভন্ডদের সেকুলারিজমের দায়িত্ব শেষ, এভাবে একটি পরিবারের উপর নির্যাতন, গর্ভবতী মাকে শারিরিক নির্যতন এসবকে তাদের কাছে সমস্যা নয়। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের সাথেই যেহেতু এই অমানুষিক নির্যাতন হয়ে আসছে!

যে নরপশুরা শিশু হত্যা করে তাদের অধিকার নেই কখনও সন্তানের পিতা হবার।

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০

কাজী সোহেল রানা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.