নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

দেহ

২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৪

সেদিন নিভৃতে দেখেছিলাম তোমাকে
অচেনার মাঝে চিরচেনা স¦রুপে
কামাতুর লোলুপ দৃষ্টি ছিড়ে খাওয়া প্রবাহমানতা
প্রতিনিয়ত চুমে যায় তোমায়,
দখিনা হাওয়ায় খোলা চুলে খেলে যায় হাওয়া
তাকিয়ে তুমি দূরপানে দৃষ্টিহীন চোখে
কতকিছু দেখছ তুমি না দেখার মাঝে
হয়ত কবিতা, গল্প বা উপন্যাস।

এভাবেই চলছে প্রতিনিয়ত
কখনো পায়ের নখ হতে ধীরে ধীরে বয়ে আসে বক্ষ মাঝে
কখনওবা বক্ষ হতে আরও গভীরে
একটু একটু করে জুড়ে বসে পুরো সত্ত্বায়,
তারপর প্রবেশ করে তোমার মাঝে
ধীরে ধীরে বা দ্রুত
পাশবিক কষ্টের মাঝে মেলে দাও নিজেকে
এই পৃথিবীর লাগি।

তোমার কষ্ট দেখে আমার হাসি পায়।
দোকান খুলেছ অথচ মাল বিক্রিতে কষ্ট পাও,
কি হাসির গল্প তোমার কাছে!
এভাবেই চলছে প্রতিদিন,
এখন তুমি যেমনটি আছো
আজি হতে হাজার বছর পূর্বেও তুমি ছিলে তা
হয়তোবা হাজার বছর পরেও এমনটি থাকবে।

শুধু কাম ভোগ আর কাম
কি পার্থক্য এসে যায় তাতে
সে দেহ পুরুষ কি মহিলার,
প্রয়োজন একটি মানব দেহের
যাকে যৌনতা আসে, ভোগ করা যায়
মেটানো যায় কামাতুর তৃষ্ণা।

জীবন তোমাকে বেঁচতে শিখিয়েছে
কখনও প্রয়োজনে কখনও অপ্রয়োজনে
বেঁচে যেতে হবে জীবন তোমায়
জীবনের তাগিদে।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

কাজী সোহেল রানা বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫০

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৮

কাজী সোহেল রানা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.