নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

দ্রোহ.......

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৭

আমি নীচ
হীনতম আজ মানুষের মাঝে
বসত আমার এ ভিটায়;
পুড়ে পুড়ে জ্বলি শেষ তবু নয়
জ্বলিবার লাগি আগুন চাই।

জন্মেই আমার আজন্ম পাপ
কে দিয়েছিল এ দায়
পাপের সায়রে শোয়াব তাহারে
সন্ধান তার চাই।

আকাশে দাস বাতাসে দাস
মাটিতেও তার ছাপ
দাসত্বেযে জীবন আমার
মুক্তি চাওয়া যে পাপ।

পরাধীনতার শেকলে বাঁধাযে
এ দেহের প্রতি কোষ
ঈশ্বর তুমি দানিয়াছ মোরে
এই কি তোমার রোষ।

জীবনে প্রভুকে ডেকেছি অনেক
ডাকিনি কব না তা
কিলাভ তাহাতে ডাকি ডাকি মরি
কিছুই পেলাম না।

অন্ন চিন, বলে কাহাকে
শুনেছো তাহার নাম
কতইনা তারে করেছোগো পূজা
দিয়েছো কি তব দাম।

সৃষ্টির সেরা বলে তাহারে
নাম মানব জাতি
দুমুঠো অন্ন জোগাতে তাহার
কেটে যায় দিবা-রাতি।

দেহকে চিন? তার মাঝে নাকি
ঈশ্বর বাস আছে
ধর্ষিতা হয় সেই ঈশ্বর
মানব নামের কাছে।

দুমুঠো অন্ন যোগাতে কেহ
করে দেহ বিকি-কিনি
পতিতা হয় সেই ঈশ্বর
যাহারে নাইবা চিনি।

দেখে হাসি পাই, কি বলিব ভাই!
বলার কিইবা আছে
কোটি কোটি টাকা পদতলে ঘোরে
কত জীবনের পাছে।

অন্নের লাগি কেহ দেহ বেচে
সেই দেহ কেনে কেও
দুবেলা অন্ন তবু জোটে নাকো
ক্ষুধায় তাড়িত সেও।

নালিশ জানাবো কার কাছে বল
কে শুনিবে আমার কথা
হৃদয় জ্বলিয়া প্রতিক্ষণে খুন
প্রতি পলে তার ব্যাথা।

শুধু বলি,
শোন হে ঈশ্বর তুমি
মরণ দাও এ প্রাণে
মরণের পরে যাইবা থাকুক
কেইবা তাহারে জানে।

তবে জানি আমি, তুমিও শোন
মরণে হিংস্র আমি
ওপারেতে গিয়ে পাবই তোমারে
জানে এ অন্তর্জামি।

গলাটিপে তোমায় হত্যা করিব
পেটে চালাব ছুরি
তোমার কারণে জ্বলেছি আমিযে
নিজেরে করেছি চুরি।

ভাব পার পাবে হা হা হা
কভু তা হবার নয়
তোমার মরণে নবধরা শুরু
থাকবে না কোন ভয়।

জান ঈশ্বর, তোমা মৃতদেহ
রবে কোন আস্তাকুড়ে
তোমারি সৃষ্টি নরক তলাতে
ফেলিব তাহারে ছুড়ে।

সেইদিন আমি হইব শান্ত
শান্তি পাইবে মন
জগতের মাঝে শুধুই সাম্য
বিরাজিত হবে যখন।




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

কাজী সোহেল রানা বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৯

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

কাজী সোহেল রানা বলেছেন: ধন্যবাদ দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.