নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

লবণ গুজব, এখনই সময় কঠোর অবস্থানে যাওয়ার

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
.........
নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;
কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।
ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?
বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হল শ্রম।

বাঙ্গালির হুজুগেপনা আর গুজবের বিষয়ে কবি শামসুর রহমান ‘পণ্ডশ্রম’ নামে এ কবিতা অনেক আগেই লিখেছিলেন। ছোটবেলায় কবিতাটি যখন পড়ি তখন মনে হত এটা কবির একান্ত কল্পনা। কিন্তু এখন পদে পদে বুঝছি, জাতির রন্ধ্রে রন্ধ্রে কিভাবে মিশে আছে এ হুজুগেপনা। এর সবশেষ উদহারণ লবণকাণ্ড। কে একজন রটিয়ে দিল লবণের দাম বাড়বে তো হই হই করতে করতে দোকানে গিয়ে লবণ কিনি। আর এই সুযোগে ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে কয়েকগুন করে দিল। কোথাও কোথাও এক কেজি লবণ ২০০ টাকার ওপরে বিক্রি হয়েছে এমটিও খবরে শুনলাম।

সকাল থেকেই প্রশাসন এবং সরকারের লোকজন যখন বারবার বলছেন, দেশে অন্তত ছয় মাসের লবণ মজুত রয়েছে। সুতরাং দাম বাড়ার কোন কারণই নেই। তখন আমরাই দোকানে গিয়ে বেশি দামে লবণ কিনে স্বস্তির শ্বাস ফেলি।

গুজবের ডালপালা এতটাই ছড়িয়েছে যে খোদ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বার বার লবণের ফিরিস্তি দিতে হচ্ছে। এমনকি ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে নেমেছে পুলিশ। সন্ধ্যায় পাওয়া খবরে, বেশি দামে লবণ বিক্রির জন্য অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি জানার জন্য সন্ধ্যার পরে কয়েকটি সুপার শপ ও দোকানে খোঁজ নিলাম। অবাক বিষয় হল, কোথাও লবণ নেই। দুপুরের আগেই সব বিক্রি শেষ। এমনকি আমার পাশের ফ্লাটে বসবাসকারীদের কাছে জানলাম, তারা ২০০ টাকা দিয়ে দুই কেজি লবণ কিনে মান রক্ষা করেছেন।

জাতিগতভাবে আমাদের সমস্যা হচ্ছে কোন কিছু শুনলেই বিশ্বাস করে ফেলি। যাচাই বাছাইয়ের ধারের কাছেও যাই না। আর এ সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী। এখন সরকারের উচিৎ যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া। এছাড়া যেসব ব্যবসায়ী ও দোকানদার বেশি দামে লবণ বিক্রি করেছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

রূপম রিজওয়ান বলেছেন: কান-পাতলা স্বভাবের দোষে বাঙালিদের পদে পদে বোকা বনে যেতে হয়।হঠকারিতা পরিহার করে আমাদের আরো যুক্তিনিষ্ঠ হতে হবে।নাহলে এমনটা চলতেই থাকবে।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

কাজী সোহেল রানা বলেছেন: সহমত।

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: লবনের পরে আসবে চিনি, তেল, আদা রসুন, চাল, ডাল গুজব! এরপর মানুষ আবার আদি যুগে ফিরে যাবে। ফলমূল শাক সব্জী খেয়ে দিনাতিপাত করবে।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

কাজী সোহেল রানা বলেছেন: সেই ফলমূল ও পাবেন না। অধিকাংশ ফলই আমদানি করতে হয়। একটা ‘ফল গুজব’ ছড়িয়ে দিলেই কেল্লা ফতে।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

জাহিদ হাসান বলেছেন: কোন জগতে আছি?

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭

কাজী সোহেল রানা বলেছেন: ভাবের জগতে। তাই বস্তুগত বিষয় আমরা বুঝি কম। বা বুঝতে চাই না।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরাতো এও জানি যে দেশে এত পেঁয়াজ মজুদ আছে,
এত টন আমদানী হয়েছে, বিমানে উেঠেছে পেঁয়াজ,
শত শত টন নদীতে তার পরেও পেঁয়াজের দাম প্রতিদিনই
বাড়ছে। তাই ভয় হয় লবনও নাকি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়।
চুন খেয়ে মুখ পুড়লে দই কে আর দই মনে হয়না। ঘর পোড়া গরু
সিদুরে মেঘ দেখলে ডরাবেই।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯

কাজী সোহেল রানা বলেছেন: আপনার কথা যুক্তিযুক্ত। তবে একটু যাচাই করে নেয়াটা বুদ্ধিমানের কাজ নয় কি?

৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০২

শায়মা বলেছেন: বনে চলে যেতে হবে ভাইয়া। সুন্দরবন বা বান্দরবন! :)

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

কাজী সোহেল রানা বলেছেন: সিগারেট যেমন মানুষের ফুসফুস নষ্ট করে দেয়, কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করে আমরা সুন্দরবনের ফুসফুসও তেমনি নষ্ট করে দিচ্ছি। তাই ওখানে যাওয়ার কথা বাদ ই দেন।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: বান্দরবন কেমন হবে?

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

কাজী সোহেল রানা বলেছেন: যদি পাহাড় ভালবাসেনতো যেতে পারেন। তবে বড় বড় মশা একটা সমস্যা। মশাতো আর গুজব বুঝে না।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

কাজী সোহেল রানা বলেছেন: ধন্যবাদ।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫২

শায়মা বলেছেন: জোঁকও দেখেছিলাম!!!!!! বাপরে!!!!!

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

কাজী সোহেল রানা বলেছেন: সাথে বিষাক্ত সাপও পাবেন।

৯| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩০

আখ্যাত বলেছেন:
লেখক বলেছেন: সকাল থেকেই প্রশাসন এবং সরকারের লোকজন যখন বারবার বলছেন, দেশে অন্তত ছয় মাসের লবণ মজুত রয়েছে। সুতরাং দাম বাড়ার কোন কারণই নেই। তখন আমরাই দোকানে গিয়ে বেশি দামে লবণ কিনে স্বস্তির শ্বাস ফেলি।

দেশের মানুষগুলো (শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে) এত্তবড় নেমকহারাম....
প্রশাসনের কোন কথাই বিশ্বাস করতে চায়না

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

কাজী সোহেল রানা বলেছেন: তাইতো দেখছি। তবে কিছু কথা বিশ্বাস করাতো যায় ই।

১০| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৬

আখ্যাত বলেছেন:
রামপালের বিদ্যুতকেন্দ্রের বিরুদ্ধে যা কিছু বলা হলো তাওতো একটি বড় ধরণের গুজোব।
গুজব ছড়াবেন না প্রিয় লেখক।
পাঠক ভাইবোনকেও বলব, গুজবে কান দেবেন না

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

কাজী সোহেল রানা বলেছেন: কিছু কিছু গুজব যদি পালন করা হয় সেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনে। রামপাল বিদ্যুৎকেন্দ্রও এমন একটা ভাল ‘গুজব’।

১১| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
রাজনীতি ফেল
গুপ্তহত্যা গ্রেনেডবাজি ফেইল
জামাতি লেজুড়বৃত্তি ফেইল
হরতাল হাংগামা অনেক বছর আগেই বর্জন করছে পাবলিক।
বিদেশি হত্যা ব্লগার হত্যা জংলী হামলা গোটা দশেক
ক্রসফায়ার দেয়ার এখন সব ঠান্ডা।
এরপর কোটাআন্দোলন মোটান্দোলন নিরাপদ সড়ক আন্দোলনকে অনিরাপদ করে লাঠিয়াল বাহিনীও ফেল।
অবশ্য ম্যাথর ঝাড়ুদার দ্বারা পিটুনির পর।

এখন ভরসা গুজবে।

১২| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
রাজনীতি ফেল
গুপ্তহত্যা গ্রেনেডবাজি ফেইল
জামাতি লেজুড়বৃত্তি ফেইল
হরতাল হাংগামা অনেক বছর আগেই বর্জন করছে পাবলিক।
বিদেশি হত্যা ব্লগার হত্যা জংলী হামলা গোটা দশেক
ক্রসফায়ার দেয়ার এখন সব ঠান্ডা।
এরপর কোটাআন্দোলন মোটান্দোলন নিরাপদ সড়ক আন্দোলনকে অনিরাপদ করে লাঠিয়াল বাহিনীও ফেল।
অবশ্য ম্যাথর ঝাড়ুদার দ্বারা পিটুনির পর।

এখন ভরসা গুজবে।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

কাজী সোহেল রানা বলেছেন: কি আর করবেন ভাই। ভরসা রাখুন ‘গুজবে’।

১৩| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: বাঙ্গালীর সমস্যার শেষ নেই।
বাঙ্গালীরা নির্বোধ হয়ে যাচ্ছে দিনকে দিন।
৭১ এ বাঙ্গালীরা এরকম ছিল না।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

কাজী সোহেল রানা বলেছেন: ৭১ এর বাঙ্গালীদেরতো দেখিনি। অবশ্য ওই আমলের যারা আছেন তাদের দেখেছি। কিন্তু যতবার দেখি ততবারই আশাহত হই।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ৭১ এর বাঙ্গালীদেরতো দেখিনি। অবশ্য ওই আমলের যারা আছেন তাদের দেখেছি। কিন্তু যতবার দেখি ততবারই আশাহত হই।

'সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় : জ্বলে পুড়ে-মরে ছারখার/তবু মাথা নোয়াবার নয়।'
এটা পড়বেন। তাহলে আশাহত হবেন না।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪

কাজী সোহেল রানা বলেছেন: দেহের শক্তি নাই। তাইতো কবিতার শক্তি দিয়ে সাধ মেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.