নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

এবার কি তবে চাল

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

চালের দাম যে বাড়তির দিকে সেটা পত্রিকা আর টিভি মারফত আগেই জেনেছিলাম। তবে বাজারে যাওয়া হয়নি বলে ঠিক কত টাকা বেড়েছে সে বিষয়ে ধারণা ছিল না। প্রায় দুই সপ্তাহ পরে আজ চাল কিনতে গেলাম একটি সুপারশপে। সাধারণত সুপারশপগুলো শুক্র-শনিবার বিভিন্ন পণ্যে ছাড় দিয়ে থাকে, সেই আশায় ওই দ্বারে গমন। তবে চালের দাম দেখে বলা চলে রিতিমতো ভিমরি খেলাম।

গত দুই সপ্তাহ আগে যে চাল কিনেছে ৪৮ টাকা কেজি দরে, আজ সেটা ৫৭ টাকা। প্রতি কেজিতে বেড়েছে ৯ টাকা করে। এটাও নাকি আবার ৩ টাকা ছাড় দিয়েছে। মানে দাড়াচ্ছে, ওদের হিসাবে প্রতি কেজিতে বেড়েছে ১২ টাকা!

ধনী বলেন আর গরিব বলেন, চাল সবারই লাগে। সুতরাং চালের দাম বাড়া মানে সবার ওপরই সেটার প্রভাব পড়া। এমনিতেই পেঁয়াজের দাম আকাশচুম্বি। শাকসবজিও ৬০ টাকার কমে পাওয়া যায় না। এরপর এখন যদি চালের দামও বাড়তে থাকে তাহলে স্বল্প আয়ের লোকজন চলব কিভাবে? আর বাংলাদেশের অধিকাংশ মানুষই এই স্বল্প আয়ের শ্রেণির।

তবে যদি আপনি এ আশা করেন আমাদের এ দুরাবস্থায় সংশ্লিষ্ট মহলের ঘুম হচ্ছে না, সেটা ভাবা একবারেই বোকামি। প্রমাণ অচিরেই পাবেন। এ নিয়ে মন্ত্রী-সচিবদের রসিকতায় আপনার নিজেকেই তখন অপরাধী মনে হবে। হয়তবা খাদ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলবেন, চাল নিয়ে এ জাতীর কেন যে এত আহামরি ভাব। আমিতো চাল ছাড়াই ২২ পদের ভাত রান্না করতে জানি! চালের দাম আরও বাড়লে তখন হয়ত শুনবেন, গণভবনেতো ইদানিং চাল ঢোকেই না। সেখানে আটা আর আলু খেয়ে জীবন চলছে।

দায়িত্বশীলদের নিজেদের অযোগ্যতা ঢাকতে এ ধরনের রশিকতা শুনে তখন আমাদের (সাধারণ জনতা) মনে হবে, চাল দিয়ে ভাত রান্না করা আসলেই অপরাধ! চাল ছাড়া কেন যে ২২ পদের ভাত রান্না শিখলাম না!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

মোহামমদ কামরুজজামান বলেছেন:
"কীভাবে আমরা চাল ছাড়াই ভাত রান্না করতে পারি"-এই রেসিপি প্রক্রিয়াধীন এবং খুব তাড়াতাড়িই সম্প্রচারিত হবে ।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০১

কাজী সোহেল রানা বলেছেন: খাদ্যমন্ত্রীর কাছে অচিরেই রেসিপি পেয়ে যাবেন।

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২

নুরহোসেন নুর বলেছেন: আমাদের কোন কিছুই নিয়ন্ত্রনে নেই,
স্যাটেলাইট সবকিছু সামাল দিতে হিমশিম খাচ্ছে।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৩

কাজী সোহেল রানা বলেছেন: চিন্তা কইরেন না। দ্বিতীয় সংস্করণ আসতেছে।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: চালের দাম বাড়তে শুরু করেছে।
গতকাল কিনেছি। কেজিতে সাত টাকা বেশি নিয়েছে গত মাসের চেয়ে।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

কাজী সোহেল রানা বলেছেন: আজ কিনতেন কেজিতে আরও দুইটাকা বেশি লাগতো।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

নতুন বলেছেন: আশাকরি সরকার এখন বাজারের দাম নিয়ন্ত্রনে চেস্টা করবে।

কেউই বাজারের দাম নিয়ে মাথা ঘামাতো না তাই পিয়াজের দাম নিয়ে এই খেলাটা খেলতে পারলো দেশে।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

কাজী সোহেল রানা বলেছেন: আসলে মাথা ঘামানো যাদের কাজ সেই ভোক্তা অধিকার আর টিসিবি ব্যবসায়ীদের সুবিধার জন্যই মাথা ঘামায়। জনগণের মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.