নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

আসছে শীতে বিয়ে না করার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এ বছর শীতে বিয়ে ও পিকনিকসহ জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজন না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় দেশে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তবে সেকেন্ড ওয়েভ মোকাবিলায় চিকিৎসক- নার্সসহ স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে।

এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান জাহিদ মালেক।

এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে ব্যাপক সচেতনতা চালানো হবে। স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। বিমানবন্দরে মানুষের ঢোকা ও বের হওয়ার বিষয়ে মনিটরিং বাড়ানো হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থনীতি সচল রাখতে পুনরায় লকডাউনের কথা ভাবছে না সরকার। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, বিমান বন্দরগুলোতে আগমন ও বহির্গমনে নজরদারির দায়িত্বে থাকবে সেনাবাহিনী।

উল্লেখ্য, অক্টোবর-নভেম্বরে করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আশঙ্কায় মন্ত্রিপরিষদের বৈঠকেও প্রস্তুতির নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বৈঠকে সব মন্ত্রণালয়কে মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: লেটেষ্ট নিউজ দেয়ার জন্য ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

কাজী সোহেল রানা বলেছেন: স্বাগতম।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫০

নাসরিন ইসলাম বলেছেন: দুঃখের সাথে খেয়াল করে দেখলাম, অধিকাংশ মানুষের মধ্যেই এসব সচেতনতার কোন বালাই নেই। প্রত্যেকে নিজে সচেতন হই, নিজে বাঁচি, পরিবারকে বাঁচাই, দেশকে বাঁচাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

কাজী সোহেল রানা বলেছেন: সহমত।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬

আমি সাজিদ বলেছেন: করোনা রোধে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এই বিশাল দিক নির্দেশনা ও কর্মপরিকল্পনাকে সাধুবাদ জানাই। মাননীয় সচিব মহোদয়ের কাছে আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর করোনাকালীন দিক নির্দেশনাগুলো যেমন ভলিউম আকারে প্রকাশ করা হয়েছে, ঠিক তেমনভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন বচন, পরিকল্পনা ও পদক্ষেপগুলোকেও যেন জাতির ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলার কোর টেক্সটবুক হিসেবে প্রকাশ করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই শীতে বিয়ে যেন না করা হয়। এই কথাটির পেছনেও বিশাল তাৎপর্য রয়েছে। যেমন : অনেক স্ত্রীপ্রত্যাশী বাংলাদেশী গ্রীষ্মে পরিকল্পনা করে ফেলেছিলেন- এই শীতে করবো বিয়ে, আসছে শীতে হবো দ্বিগুন। এ মন্ত্রের মাঝখানে, করোনার কারনে বিয়ে করতে নিষেধ করাতে প্রথমত করোনার বিস্তার নিয়ন্ত্রনের এক অব্যর্থ অস্ত্র যেমন আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখের কথায় পেলাম, দ্বিতীয়ত একই সাথে জনসংখ্যা নিয়ন্ত্রনের জটিল ধাঁধাটির সমাধানও আমাদের সামনে চলে এলো। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভালোর জন্য প্রতিটি মন্ত্রণালয়ে যে চমক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন, তাতে বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের মহাসড়ক ধরে, এই প্রত্যাশায়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

কাজী সোহেল রানা বলেছেন: হা হা হা.।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এই পরামর্শকে সাধুবাদ জানাই
তবে এ নিয়ে দূর্নীতি হবার সম্ভবনা উড়িয়ে দেওয়া
যাব্নো। অনেকে এর মাঝে টু পাইস কামিয়ে নেবার
সূত্র খুঁজে পাবে। বড় বড় নেতাদের সাথে লবিং করে
বিয়ের ভূয়া অুনমতি পত্র নিয়ে বিয়ে দেবার ব্যবস্থা করবে।
আর তাতে করে স্বাস্থ্য মন্ত্রীর মহৎ উদ্দেশ্য ব্যহত হবার সমূহ
সম্ভবনা দেখা দেবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

কাজী সোহেল রানা বলেছেন: ভালো বলেছেন।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

নেওয়াজ আলি বলেছেন: ভালো লোকের ভালো কথা । সবার মানা উচিত ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২২

কাজী সোহেল রানা বলেছেন: আপনার বন্ধু, পরিজন ও পরিবারকে মানতে উৎসাহিত করুন। হা হা হা.।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিয়ে বন্ধ না করে,বিয়েতে ৫/৭ জনের বেশি লোক সমাগম নিয়ন্ত্রন করা উচিত।মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলা ঠিক না।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৩

কাজী সোহেল রানা বলেছেন: সহমত।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিয়ে বন্ধ না করে,বিয়েতে ৫/৭ জনের বেশি লোক সমাগম নিয়ন্ত্রন করা উচিত।মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলা ঠিক না।

সহমত।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৪

কাজী সোহেল রানা বলেছেন: আমিও একমত।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২

শেরজা তপন বলেছেন: ভাবছি বসে- উনি এখন কতটুকু পরিপক্ক হয়েছেন? করোনা ওনাকে কি শেখাল-কতটুকু শিখলেন?
আমাদের ভয়ানক রুগ্ন স্বাস্থ্য ব্যাবস্থা আসলেই কি তেমন কোন পদক্ষেপ নেয়া হয়েছে নাকি এখনো চলছে শুধুই বাগাম্বরতা?

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৬

কাজী সোহেল রানা বলেছেন: মন্ত্রীর মুখ আছে, তাই বলতে বাধা নেই। ডিজিটাল আইনতো আর তাদের জন্য না।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি মনে হয় বলতে চাচ্ছেন যে যারা বিবাহে আগ্রহী তারা যেন শীত পর্যন্ত দেরী না করে আরও আগেই বিয়েটা সেরে ফেলে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

কাজী সোহেল রানা বলেছেন: হা হা হ.।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৬

আজাদ প্রোডাক্টস বলেছেন: বিয়ে টিয়ে ভালো না । সীমিত আকারে ডেটিং করা ভালো হবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

কাজী সোহেল রানা বলেছেন: করতে থাকেন। তবে সীমিত আকারে।।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪১

জাহিদ হাসান বলেছেন:

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

কাজী সোহেল রানা বলেছেন: আপনাকে মন্ত্রী যে আনন্দ দিতে পেরেছেন, এটাই বা কম কিসে!!

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

কবিতা ক্থ্য বলেছেন: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এ বিয়ের অনুষ্ঠানে ১২ জন আগমনের অনুমতি আছে।
তার বেশি হলে বিশাল জরিমানা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

কাজী সোহেল রানা বলেছেন: হুম। যুক্তরাজ্যেও এরকম নিয়ম করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.