নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একে অপরের জন্য

আমি

মো মাসুদ রানা

সময়ের সাথে সাথে সবকিছু বদলায়। কেউ কারও অপেহ্মায় থাকে না কেউ কথা রাখে না।

মো মাসুদ রানা › বিস্তারিত পোস্টঃ

একটি বিড়ালের করুন কাহিনী {এক নজরে পড়ে নিন}

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৭

এটি একটি সত্য ঘটনা,কেও ভেবে নিবেন না যে আমি বানিয়ে লিখেছি।

ঘটনাটি ২ বছর আগের,

আমাদের পাশের বাড়িতে একটি ছেলে বিড়াল পালন করত। সে যতটা সময় ফ্রি থাকত শুধু বিড়াল্টাকে কোলে নিয়ে এদিক সেদিক যেত।আমাদের বাসাই আসলেও বিড়াল্টাকে কোলে করে নিয়া আসত।বিড়ালটাকে সে অনেক আদর করত সে রাতে ঘুমাতে ঘেলেও বিড়াল্টাকে সাথে নিয়ে ঘুমাতে যেত একদিন মধ্যরাতে বিড়াল্টা ঘুমের মধ্যে ভুলবসত ইদুর মনে করে ছেলেটার নুনুর মধ্যে কামর মাড়ল সে ও মা গ করে ঘুম থেকে জেগে উঠল বিড়ালকে রাতে আর খুজে পাওয়া গেল না। ছেলেটির মা সকালে ঘুম থেকে উঠে দেখে ছেলেটি আবার বিড়ালকে কোলে নিয়া বসে আদর করতেছে ছেলেটির মা দেখে বল্ল এই বিলাই রাইতে তর ইয়ের মধ্যে কামর দিল তাও তুই আবার বিলাইডারে আদর করতাছস খারা তর আদর আমি বাইর করতাছি তাৎক্ষনিক একটা লাঠি নিল বিলাই বুঝতে পারল এই জাইগা আর নিরাপদ না সাথে সাথে একটা দৌর দিল আর মহিলাও সাথে সাথে ঘুরাইয়া একটা বারি দিল এক বারিতে বিলাই দুনিয়া থেকে বিদায় নিল ।বিড়ালের জন্য ছেলেটি অনেক কান্নাকাটি করেছে:((:((:((:((:((

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৪

ইভা লুসি সেন বলেছেন: হা হা হা হা

ইন্দুর ধরছে বিলাই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৮

মো মাসুদ রানা বলেছেন: ভুল কইরা

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:০৯

বাবুই চড়ুই বলেছেন: কড়া হৈছে। পেট কাঁপায়া হাসলাম =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২২

মো মাসুদ রানা বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.