নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

বিবাহ অযোগ্য মেয়ে

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৮

#চার_ধরনের_মেয়েকে_বিবাহ_করো_না !!!
*** হযরত ইমাম গাজ্জালী (রহঃ)
বলেন, চার ধরনের মেয়ে বিয়ে করলে
সংসারে সুখ হবে না।
১. আহেরা :
আহেরা হলো তারা, যারা রূপের
চর্চা করে মানুষকে দেখানোর জন্য এই
জাতীয় মেয়ে যারা বিয়ে করবে
তাদের সংসারে সুখ হবে না।
২. নাদিছা :
নাদিছা তাদের বলা হয়, যারা শুধু
রূপের চর্চা করেনা বরং রূপের
অহংকারও করে বললে বুঝতে পারবেন
চামড়া একটু ফর্সা, তাদের পাশে
যদি কালো মেয়ে যায়, তারা তাকে
মেয়েই মনে করে না। এত অহংকার
ওদের মনে এদের বিয়ে করলে
সংসারে সুখ হবে না।
৩. মুত্তালিহা :
মুত্তালিহা বিশ্লেষণ করতে গেলে আগে তাদের পরিচয় দেয়া লাগবে। স্ত্রীদের মধ্যে ২টা ভাগ আছে...
১) যারা বলে তুমি আমায় কি
দিয়েছো...?
২) আমি বলেই তোমার ভাত
খাচ্ছি......! তারা স্বামীর অবাধ্য
হয়, স্বামীকে খোটা দেয় কারো
বুঝতে বাকি আছে ভাই, এ জাতীয়
মেয়ে দ্বারা কখনও সংসারে সুখ
আসতে পারে না।
৪. মুবারিয়া :
মুবারিয়া হলো তারা, যারা স্বামী
কাছে থাকলে ভাল আর স্বামী না
থাকলে আরো ভালো। স্বামীর ইজ্জত
মান সম্মান সব গেলেও তারা
বেহায়াপনা বেপর্দায় চলাফেরা
করে। এ জাতীয় মেয়েরা সংসারের
গদিতে আগুন জ্বালায়!
কোন বোনের মধ্যে এ ধরনের বদগুন
থাকলে তা পরিহার করুন।
- সংগ্রহীত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

ইমরান আশফাক বলেছেন: হুম, ঠিক। X(

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৬

রানা সাহেব বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.