নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

প্রেম, তথাকথিত সম্পর্ক ও আমার ভাবনা

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪

বছর দুইয়েক আগের কথা। একদিন সকালে ঘুম থেকে উঠে ফেইজবুকে লগ ইন করলাম। একটা কথা বলে রাখা ভালো হবে 'বুঝার স্বার্থে ' যে ওই সময় টায় আমার ফেবু ফ্রেন্ড লিস্ট ছিল একদম পাব্লিক মানে যে কেউ রিকু দিলে একচেপ্ট করতাম। সেইজন্য ভাল মন্দ, ভদ্র, অভদ্র, ছোটলোক বড় লোক সব টাইপের লোক ই ফ্রেন্ড লিস্টে ছিল। যে কথা বলছিলাম, নিউজফিডে দেখলাম চটি পেইজে কমেন্ট করা একটা পোস্ট দেখাচ্ছে। আপনারা জানেন হয়তো যে, যারা জিরো ফেবু চালাই তাদের নিউজফিডে নতুনের চেয়ে পুরাতন বা কেউ লাইক কমেন্ট করেছে এই সমস্ত পোস্ট বেশি আসে। আমিও জিরো চালাতাম তাই বেশিই আসতো। ওই কমেন্টে মেয়ে আইডি নাম ধারী একজন কমেন্ট করেছে, কমেন্ট টা অনেক টা এই রকম। আমি টাকার বিনিময়ে Intercourse করি। যারা রাজী আছেন, এই নাম্বারে ফোন দেন। আমার সন্দেহ হলো। এই টাইপের কোন মেয়ে থাকতে পারে ওই সময় ভাবতেই পারি নি। আমি ব্যাপার টা বুঝার জন্য এক ফ্রেন্ড কে জিজ্ঞেস করলাম ও কিছু বললো না। পরে নিজেই এই নাম্বারে ফোন দিলাম, প্রথমে তো অবাক হয়ে গেলাম দেখি একটি মেয়েই ফোন টা ধরেছে। আমি তাকে স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করলাম ব্যাপার টা। মেয়েটি কেঁদে উঠলো। বলল ভাইয়া এই নাম্বার টা আমার ই। কিন্ত যে এই আইডি চালাচ্ছে সেটা আমার এক্স বয়ফ্রেন্ড। আমার সাথে ব্রেক আপ হয়ার পর থেকে ও এমন শুরু করেছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। কিভাবে ব্রেক আপ হয়ার পর এক্স গার্ল ফ্রেন্ডের নামে এই ধরনের ব্যাপার রটতে পারে? আমি এই আইডি টা কিছু গ্রুপে দিয়ে রিপোর্ট দিতে বললাম যাতে নষ্ট হয়। শেষ মেশ যদিও নষ্ট হয়ছে কিন্ত চিন্তা করেছিলাম নষ্ট হলেই বা কি, ও তো অন্যভাবে বা আরেক টা আইডি খোলেও এই নাম্বার ছড়াতে পারে। আইডি নষ্ট হয়া নিয়ে ওই সময় যত টা না ভেবেছি তার চেয়েও বেশি ভেবেছি এই সমাজ টা নষ্ট হয়ার ভয়ে আতঙ্কিত হয়ে। কিভাবে, কত নিচু পর্যায়ে গেলে কারো মেন্টালিটি এমন হতে পারে। ভালবাসা কি এত ঠুনকো জিনিষ? হতে পারে মনের মিল ছিল না বলে ব্রেক আপ হয়ছে তাই বলে এমন করতে হবে? স্ট্রেইঞ্জ !!
বাট এখন তো আরো আপডেট হয়ে গেছে সমাজ ওই ছেলেটা তো শুধু ফোন নাম্বার ছড়াইছে আর এখনকার বয়ফ্রেন্ড তো ভিডিও ভাইরাল করে। একবার ও ভাবে না, আমার সামান্য মনের খুশির জন্য এক টা মেয়ের সারাজীবন নষ্ট, যদিও ভিডিও করার ক্ষেত্রে মেয়ে টা সমান দোষী। ভাল ঘরের মেয়েরা আর যাই হোক বিয়ের আগেই বয়ফ্রেন্ডের সাথে অমুক টমুকের ফ্ল্যাটে যায় না।
যা বলছিলাম এতক্ষণ,
পরে ওই মেয়েটার সাথে আমার রেগুলার যোগাযোগ হতো এখন ও হয়। পরে একদিন জিজ্ঞেস করেছিলাম আর প্রব্লেম হয়েছে কিনা। মেয়েটি জানালো ছেলেটি এখন বিরাট অসুখে ভুগছে। বাচার চান্স কম। আমি সরাসরি ওকে কিছু না বললেও মনে মনে ঠিকি বলছিলাম " আল্লাহর মাইর দুনিয়ার বাইর"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.