নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

বাকা হাড়

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২২

আমাদের ধর্মে ( ইসলাম) বলা হয়েছে যে, মেয়েদের কে বুকের বাকা হাড় দিয়ে বানানো হয়েছে। আমি আগে ব্যাপার টা বুঝতাম না বুকের বাকা হাড় দিয়ে কেমনে বানানো হল। ধর্ম গ্রন্ত্রের প্রকৃত ব্যাখ্যা টা কি আমি এখনো জানি না। তবে মেয়ের ( গার্ল্ফ্রেন্ড) সাথে চলে কিছু টা বাকা হাড়ের রহস্য উন্মোচন করেছি বা হয়তো এমন কিছুই মুলত এই বাকা হাড়ের ব্যাখ্যা হতে পারে। ওরে যদি আমি একটা নরমাল কথাও বলি ওদেখি কথা টা ঘুড়িয়ে প্যাচিয়ে এমন ভাবে দাড় করাবে যা আমি কল্পনা করেও ভাবি না। একবার আদর করে টুনটুনি ডেকেছিলাম ও কি করলো, বলে কি, কি আমি টুনটুনির মত দেখতে? আমি কি ছোট না খাটো যে তুমি টুনটুনি বলে ডাকলা আমার কি দেখতে টুনটুনির কালারের? আমি পুরাই থ। কেমনে সম্ভব। বক ডাকব ভাবছিলাম পরে আবার কি না কি বলে ফেলে আর কিছু বলি নি। বাকা হাড় আর কারে কয়, বাকা হাড় তো বাকা বাকা চিন্তা করবেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.