![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে যারা ছাত্র রাজনীতি করে তাদের ৯৯.৯৯+ এর উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক সুবিধে নেওয়া। দুখজনক হলেও সত্য যে ছাত্র গুলা পলিটিক্স করে তারা ক্লাসের দুর্বল ছাত্রদের মধ্যের অন্তর্ভুক্ত। আপনি যদি তাদের জিজ্ঞেস করে বাংলাদেশের অতীত বা রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে অনেকাংশের জবাব দেবার মত কোন তথ্য থাকবে না। হলের খাবার খেয়ে টাকা দেয় নি এমন ছাত্রের লিস্টে ছাত্র রাজনীতি করে এমন ছাত্রের সংখ্যা ৯০+। যাদের মানুষের প্রতি কোন দরদ নাই তারাই আবার দেশ কে লিড দেওয়ার প্রক্রিয়ায় আছে, কি ভয়াবহ ব্যাপার। ১৯৭৫ পর্যন্ত রাজনীতি মুলত রাজার নীতির মতই ছিল, বাট দুঃখজনক এই জন্য যে এখন রাজনীতি হচ্ছে পেট নীতি আর ক্ষমতার নীতি। কোন দলের সদস্যরাই তাদের উপর দোষ নিতে চায় না যদিও তারা দোষ করে তাকে। সরাসরি অগ্রাহ্য করে বসে যে আমাদের কর্মীরা এমন করতেই পারে না। ৪ জানুআরি ছাত্রলীগের ৭০ তম জন্মদিনে DBC নিউজের টকশো কেউ দেখে থাকলে ব্যাপার টা আরো ক্লিয়ার হবে।
©somewhere in net ltd.