নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

পর্দাপ্রথা ও আমার ছোট্ট ভাবনা

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০০

বাংলাদেশি মেয়েদের পর্দাপ্রথার বড় সমস্যা হচ্ছে তাদের মধ্যে আপনি ধর্মীয় মনোভব খুজে পাবেন সর্বোচ্চ ৫%।  বাকি টুকু সামাজিকতা।  বোরখা না পড়লে মানুষ বললে অমুকের মেয়ে টা বেপর্দায় ঘুরে। বাবা মার অসম্মান হব্র এই জন্যই মুলত বোরখা পড়ে। আর তাদের এই মনোভব টাই তাদের বোরখার মধ্যে পড়ে, এক সাথে উনারা চাই উনাদের আকর্ষিণীয় দেখাক সাথে বোরখা পড়াও হলো। মেয়েদের বোরখা পড়ার হুকুম আল্লাহ এই জন্য দেয় নাই যে তারা ধর্ষণ থেকে বাচবে। কুরানের কোথাও আপনি তা খুজে পাবেন না। কুরানের আসল উদ্দেশ্য হলো, বেপরদার ধরুন পুরুষের মনে যাতে কু-আশা না জাগে। কাম ভাব যাতে জাগ্রত না হয়। আমিও একজন ছেলে প্লাস ছেলেদের সাথে আমিও মিশি তাই ছেলেদের ম্যান্টালিটি কিছু হলে বুঝি। আমাদের দেশের মেয়েরা এইভাবে এমন ভাবে বোরখা পড়ে যাতে করে পুরুষ বলতে হয়, দেখ বোরখা পড়া মেয়ে টা অনেক সুন্দর লাগছে। ঠিক এই কথা শুনতেই মেয়েরা এই ধরনের ফ্যাশনসম্মত বোরখা পড়ে। বোরখার হুকুমের মাহাত্ম্য থাকলো কই। সাধারণ একটা মেয়ে যে কি না বোরখা পড়ে না ওই মেয়ে টাও ওত সাজগোজ করে বের হয় নাম যত টা বোরখা পড়া মেয়ে গুলা করে। এই ধরনের তথাকথিত বোরখা ওয়ালীদের যদি আপনি ইসলাম সম্মত বোরখা পড়তে বলেন এরাই নাক সিটকাবে। এই গুলাতে নাকি তাদের দেখতে ক্ষ্যাত ক্ষ্যাত লাগে!!  আল্লাহ মাফ করুন।
বোরখার নামে এমন টাইট কাপড় পড়ে যে শরীরের অবয়ব স্পষ্ট বুঝা যায়। পরিশেষে যা হবার তাই হয়। ছেলেদের যে দোষ নাই তা নয়, বাট সমাজের সিংহ ভাগ মানুষ ধর্ম প্রেক্টিস করে না। তারা নিজের চোখ সংযত রাখবে তো তোরে কথা। আল্লাহ হচ্ছেন অন্তর্যামী।  তাই মেয়েদের কষ্ট হলেও পুরুষের কামনা থেকে বাঁচাতে একটু কষ্টকর কাজ হয়তো দিয়েছেন।  বাট সেটা অসাধ্য কিছু নয়। এইটা শ্রেফ একটা নারীর সম্মানের জন্যই দেওয়া।আল্লাহ মানুষ কে সৃষ্টি করেছেন আল্লাহ অবশ্যই জানেন কিসে তার মঙ্গল কিসে তার ইজ্জত। কিসে তার হেফাজত। কেউ যদি উদ্ধত ভাবে বলেন আল্লাহ কেন মেয়েদের এইভাবে বানালেন যে মেয়েদের এই ভোগান্তিতে ভোগতে হয়, তাইলে বলল, হাশরের দিন আল্লাহরর সাথে এ নিয়ে আলাপ কইরেন।আল্লাহ সবাইকে বুঝ দিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.