![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে একটি মাদ্রাসায় দেশটির সেনাবাহিনীর বোমা হামলায় শিক্ষার্থীসহ অন্তত: ৭০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বহু কুরআনের হাফেজও রয়েছে।
ধর্মীয় কোর্স (কুরআনের হেফজ) সম্পন্ন করা ১১ থেকে ১২ বছর বয়সী শিশুরা সেখানে অ্যাওয়ার্ড নেয়ার জন্য উপস্থিত হয়েছিল।
মার্কিন ও ন্যাটো বাহিনীর সহায়তায় বেশ কিছুদনি ধরে এ ধরনের হামলা করছে আফগান সরকার।
আমি মুলত যা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এত বড় একটা ট্রাডেজি হয়ে গেল আর বাংলাদের হলদে মিডিয়াতে কোন নিউজ হল না? বাংলাদেশের প্রথম শ্রেনীর পত্রিকা প্রথম আলোতে আজকে এই হত্যাকান্ড নিয়ে দুই লাইনের একটা কলাম ও নাই কোন সুশীল কে দেখলাম না একটস পোস্ট দিতে? এত বেশি বায়াস্ট থেকেও সুশীল হওয়া যায়? আজ যদি আমেরিকা তে কোন একটস ছেলে মারা যেত তাবৎ দুনিয়ার সুশীল দের নাকের পানি চোখের পানিতে গড়াগড়ি খেত? কই আফগানিরা মানুষ না, এরা মুসলমান বলে এদের প্রতি কোন ভালবাসা থাকবে না। হায়রে দুনিয়ার পা চাটা গোলামেরা তোদের বিবেক কি এইভাবেইই মারা গেছে? রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ও ভাবিস না মারা গেলে আল্লাহর কাছে কি উত্তর দিবি?? আল্লাহরর কাছে এই ধরনের নাফরমান মানুষ গুলার বিচার চাই। আল্লাহ তুমি দেখো আজ মুসলমান বলে আমরা কত লাঞ্ছিত, অবহেলিত, তুমি এর বিচার করো।
©somewhere in net ltd.