![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সামু ব্লগে মিতক্ষরা এবং সোনা ব্লগে সাতকরা। এক সময় দেশে থাকতাম, এখন বিদেশ।
হেফাজত হত্যাকান্ডে নিহতের সংখ্যা বিভ্রান্তির গুজব বাড়ছেই। ধীরে ধীরে বিশ্বাস বাড়ছে শত শত নিহতের সংখ্যার প্রতি। লাশ গুমের প্রতি। নীচের ভিডিওটিতে বেশ কিছু ছবি ও তথ্য রয়েছে। জানিনা কারা এ ভিডিও তৈরী করেছে। তবে বেশ কিছু তথ্য সেখানে রয়েছে।
http://www.youtube.com/watch?v=mD6di7CTDhg
রাশিয়া টুডে ৪০০, অধিকার শত শত, এশিয়ান হিউম্যান রাইটস ২৫০০ পর্যন্ত গিয়েছে।
একজন মানুষ মারা গেলে সেই তথ্যটি অন্তত তার পরিবারের জানার অধিকার রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেদন, তারা যেন অন্তত নিখোজদের একটি তালিকা প্রকাশের উদ্যোগ নেন। যেহেতু হেফাজতের সমাবেশে আসা কর্মীদের অনেকেই হত দরিদ্র, সেজন্য কাজটি খুব সহজ হবে না। কিন্তু কঠিন এই কাজটি করতেই হবে।
রিলেটেড পোস্ট: হেফাজত হত্যাকান্ড বিষয়ে ইকোনমিস্ট Click This Link
১০ ই মে, ২০১৩ সকাল ৮:১৪
মিতক্ষরা বলেছেন: গনহত্যা যেন ভুলে না যাই।
২| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৫২
জুবায়ে১২ বলেছেন: হিফাযতে জামাতের হাস্যকর মিথ্যাচারিতা তাদের মুনাফিক প্রমান করে ( ছবি ব্লগ )
০৯ ই মে, ২০১৩ ভোর ৪:৩৮
মিতক্ষরা বলেছেন: ধীরে ধীরে তো সেসব কথা ডালপালা ছড়াচ্ছে।
৩| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৫৮
নাজ_সাদাত বলেছেন: মোদীর চ্যালারা এখন মুনাফিক খুঁজছে। শেষ জামানা বলে কথা।
১০ ই মে, ২০১৩ সকাল ১০:৪০
মিতক্ষরা বলেছেন: হানাহানি আর রক্তপাত শেষ জমানায় বেশী।
৪| ০৯ ই মে, ২০১৩ সকাল ৮:১০
বর্ণান্ধ বলেছেন: শাপলা চত্বরে সংঘটিত গনহত্যার সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ!!!! এবার সাক্ষাৎকার দিলেন খোদ গনহত্যার(!) শিকার এক যুবক!!
Click This Link
০৯ ই মে, ২০১৩ সকাল ৮:৩৩
মিতক্ষরা বলেছেন: আস্তে আস্তে সব জট খুলবে বলে আমার বিশ্বাস।
একটি গনহত্যা লঘু হয়ে যাবে সময়ের সাথে সাথে - এটি আমি চাই না।
৫| ১০ ই মে, ২০১৩ ভোর ৬:৫৯
মিতক্ষরা বলেছেন: আল জাজিরার রিপোর্ট দুটি এখানে দেয়া হল:
http://www.youtube.com/watch?v=81aYrQxsItw
http://www.youtube.com/watch?v=5X6s-o7NN6A
১০ ই মে, ২০১৩ সকাল ৮:১৯
মিতক্ষরা বলেছেন: Click This Link
আমার দেশ থেকে কিছু ছবি।
৬| ১০ ই মে, ২০১৩ সকাল ৮:২০
সেলিম আনোয়ার বলেছেন: রাখ লাখ লোক নাকি মেরে ফেলেছে।এমন গুজব চলছে।প্যাথেটিক
১০ ই মে, ২০১৩ সকাল ৮:২২
মিতক্ষরা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ রাত ১:৪৩
নাজ_সাদাত বলেছেন: এই নিষ্ঠুর হত্যাকান্ড বন্ধ করতেই হবে। সাম্প্রদায়িক শক্তিকে আটকে দিয়ে সম্প্রীতির বন্ধনে বাঁধতে হবে মানুষকে। আর এই জন্য প্রয়োজন গণজাগরণ। সেই লক্ষে এগিয়ে যান।