নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিতক্ষরা

শুভেচ্ছা

মিতক্ষরা

আমি সামু ব্লগে মিতক্ষরা এবং সোনা ব্লগে সাতকরা। এক সময় দেশে থাকতাম, এখন বিদেশ।

মিতক্ষরা › বিস্তারিত পোস্টঃ

বাসে পেট্রোল বোমা: অগ্নিদগ্ধ হয়েছেন আরো কিছু হতভাগা, সরকারের পদত্যাগ কাম্য

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

ভয়ংকর সব নিউজ। যাত্রী বাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হয়েছে।



কিন্তু এই লোকগুলোকে পুড়িয়ে কার লাভ!!!!



সরকার বলবে নির্বাচন বানচাল করতে এটা বিরোধী দলের কাজ।



বিরোধী দল বলবে তাদের বেকায়দায় ফেলতে এসব সরকারের এজেন্টরাই করছে।



কোনটিই অবিশ্বাস্য নয়। বিশ্বাসযোগ্যতা আমাদের রাজনীতিবিদদের নেই।



কিন্তু একটি বিষয় সত্য। তাহল সাধারন মানুষের নিরাপত্তার ভার রাষ্ট্র যন্ত্রের। তারা যদি সেই কর্তব্য পালন না করতে পারেন তবে গদি আকড়ে রয়েছেন কেন? আর দশটা সন্ত্রাসের মত এই দুর্বৃত্তপনাও কি আইনের ফাক গলে বেরিয়ে যাবে? বরাবরের মত এবারও কি সরকারের নাকের ডগা দিয়ে এসব সন্ত্রাস চলতেই থাকবে?



শেখ হাসিনা নিজেও জানেন যে তিনি সমস্ত অশান্তির মূল কারন। বিবেকের দায় থেকে তিনি একবার উচ্চারন করেছিলেন পদত্যাগের কথা। তাহলে প্রধানমন্ত্রীত্ব তিনি আকড়ে আছেন কেন? সেই বিবেকবোধ কি আজ লুপ্ত হতে চলেছে?



রিলেটেড পোস্ট:



প্রধানমন্ত্রীর পদত্যাগেই সমাধান নিহিত

http://somewhereinblog.net/blog/rang/29894672

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

চলতি নিয়ম বলেছেন: ওকে ফাইন, এবার দেখি ওরস কেইজ সিনারিও তে কি হতে পারে?

১. ধরে নেই সেখ হাসিনা পদত্যাগ করলো না তাহলে কি হবে? মানুষ পুরানো চলতেই থাকবে? (ফলাফল: মানুষ পুড়ানোর জন্য সেখ হাসিনা দায়ী)।

২. বেস্ট কেইস: হাসিনা পদত্যাগ করলো। মানুষ পুরানো বন্ধ হয়ে গেলো (ফলাফল: মানুষ পুড়ানোর জন্য সেখ হাসিনা দায়ী)।

এবার বলেন হাসিনা কোন পথে যাবে?

উপসংহার: বিএনপি-জামাত মানুষ পুড়াইলেও আসলে দায়ী হাসিনা। ভালো তো ভালো না? X(( X((

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

মিতক্ষরা বলেছেন: আপনি কি মনে করেন মানুষের নিরাপত্তার ভার সরকারের উপর বর্তায় না? মানুষ পুড়াচ্ছে যারা তাদের কেন আইনের আওতায় আনছে না? রাষ্ট্রীয় নিরাপত্তাবাহিনী কি করছে? এই নৈরাজ্য আর কতদিন দেখতে হবে?

হাসিনাকে পদত্যাগ করতে হবে। তিনি মানুষের নিরাপত্তা দিতে অপারগ। ২০০৫-০৬ তেও আমরা এরকম দেখেছিলাম। ইয়াজউদ্দীন পারছিলেন না বলে জরুরী আইন জারী হয়েছিল। জরুরী সরকার এসে দেশে শৃংখলা ফিরিয়ে এনেছিল।

মানুষ কেন অগ্নিদগ্ধ হয়ে মরবে? নির্বাচনের চেয়েও জরুরী মানুষের নিরাপত্তা।

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু মানুষ মারার পর বিম্পি ও ছাগুরা এরকমই বলে থাকে।
বলে ....

২১ সে আগষ্ট গ্রেনেড হামলা আমরা করি নাই - আম্লিগের সাজানো

বিডিআরের হত্যা সাজানো .. সরকার করিয়েছে।

৭১ এ বুদ্ধিজিবী হত্যা সাজানো .. ভারতের সাহায্যে .. মুক্তিযোদ্ধারাই করেছে

মালালার ঘটনা সাজানো ....

লাদেন হত্যাও সাজানো ...

লাদেন নিজেই সাজানো

৯-১১ র ঘটনা আমরিকান্দের সাজানো ....

বাসে আগুন দিয়ে মানুষ হত্যা আম্লিগের সাজানো ..


সুধু সায়েদির চান্দে যাওয়ার ঘটনা সত্য!

আমরা কিছুই করিনা .. আমরা সম্পুর্ন ধোয়া তুলসি পাতা!

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

মিতক্ষরা বলেছেন: বিএনপি দুর্বৃত্তপনা করলে সরকার তাদের বিচার করুক। সরকার যদি সেটা করতে না পারে তবে পদত্যাগ করুক। আমরা মানুষের নিরাপত্তা চাই।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: এ সবই নোংরা রাজনীতির খেলা, বলি পাঠা আমরা শালা ।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৯

মিতক্ষরা বলেছেন: ঠিক। সে জন্যে আমাদেরকেই রুখে দাড়াতে হবে।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

শাহীন উল্লাহ বলেছেন: ত্রিশ হাজার বিডিআর হাওয়া হয়ে গেলো এক রাতে???

সব গেটে সেনাবহিীনি পাহাড়া দিলো অথচ দরবার হলের সংলগ্ন গেটে কোনো পাহাড়া নেই ??? পিন্টু মিছিল নিয়ে ঢুকলো বের হলো ...... লোল

কে ঘোষনা দিয়ে আমাদের বিল্ডিং থেকে রাস্তায় নামিয়ে আনলেন এবং সুযোগ করে দিলেন রাতের অন্ধকারে পালানেরা জন্য (সুন্দর মত জামা কাপড় চেঞ্জ করে)

এইসব নাটক সব ই আমাদের জানা আছে, কে ৮৬ এ বেইমানী করে স্বৈারাচার কে ক্ষমতায় এনেছিলো............

পৃথিবীতে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি এই সরকার ও পারবে না

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

মিতক্ষরা বলেছেন: এই সরকারের পুলিশ যেভাবে বিরোধী দলের কর্মীদের পাখীর মত গুলি করে হত্যা করে তা যেন নজীরবিহীন।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
বোমা নিক্ষেপ কারী এবং বোমা নিক্ষেপ-এর নির্দেশ দানকারীদের ধরে দ্রুত বিচার আইনে কঠোর শাস্তি দেয়া হোক।
ছাপান্ন হাজার বর্গমাইলের সব জালিয়ে দেয়ার যারা হুমকি দিয়েছিল এবং মঞ্চে যারা যারা ছিল সবাইকে।

এবং ইসরাইলের মত আইনে নিক্ষেপকারি ও নির্দেশ দানকারীদের বাড়ীঘর জালিয়ে ও গুড়িয়ে দেয়া হোক। তারা নির্বিচারে সাধারন মানুষ মেরে যুদ্ধ ঘোষনা করেছে তাই যুদ্ধের আইনই চলবে!

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

মিতক্ষরা বলেছেন: বোমাবাজির শাস্তি প্রচলিত আইনেই সম্ভব। কিন্তু দুর্ভাগ্য আমাদের। কোন বোমাবাজই ধরা পড়ছে না। এই সরকারের আমলে তো নয়ই। যদিও বহু বোমাবাজি হয়েছে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

অগ্নি সারথি বলেছেন: বাইজান, মানুষ কিন্তু পুড়ছে, মরছে বি এন পি র ডাকা হরতালে। যদি তারা হরতাল ডাকলেই হাসিনা মানুষ পুড়ে,মারে তাহলে এমন হরতাল কোন জনগনের স্বার্থে। বি এন পি কোন ভাবেই এই দায় এড়াতে পারবে না। আমি যদি বলি হরতাল ছাড়া তো মানুষ পুড়ে মরে না।

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মিতক্ষরা বলেছেন: বিএনপির দায় থাকলেও সরকারের দায় আরো অনেক বেশী। বিএনপির নেতা কর্মীদের দিয়ে জেলখানা ভরে ফেলেও তো সরকার এই সন্ত্রাস বন্ধ করতে পারছে না। সুতরাং এবার সরকারের পদত্যাগের পালা।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

রাফা বলেছেন: সরকার পদত্যাগ করলেতো মানুষ পুড়িয়ে মারা একটি মোক্ষম অস্রে পরিনত হবে!
আপনি কি চাচ্ছেন যারা মানুষ পুড়িয়ে মারছে তাদেরকে নির্বাচিত করে পুরস্কৃত করতে?

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:১৫

মিতক্ষরা বলেছেন: আমি বলতে চাইছি যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের আইনের আওতায় আনা হোক যাতে এইসব বন্ধ হয়। সেটা সরকারের দা্য়িত্ব। সে দায়িত্ব মোটেও সরকার পালন করছে বলে মনে হচ্ছে না।

সরকার চাইলে নিরাপত্তার চাদরে দেশ ঢেকে দিতে পারে। সেটাও তারা করছে না। তাহলে ক্ষমতায় থাকার অধিকার তাদের কতটুকু?

এইসব কারনে কারো পক্ষে এটা ধারনা করা বিচিত্র নয় যে বিরোধী দলের দাবী হয়তবা নেহায়েৎ অমূলক নয়।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৫

নীল জানালা বলেছেন: আমি মনে প্রানে কামনা করছি এই শালা বালের দালাল হাসান কালবৈশাখির কোন নিকটতম আত্মীয় যেন বাল বেম্পির ক্ষমতার লড়াইয়ে বলির পাঁঠা হয়। তখন দেখি শালায় রংগের আলাপ ুদায় কেম্নে। সাধারন মানুষ জানের নিরাপত্তা চায়। সরকার যেই দলই চালাকনা কেন সাধারন মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়না। সাধারন মানুষ নিজের চেস্টায় নিজের নুন-পান্তার জোগাড় করে। ক্ষমতায় গেলে লাভ হয় কালবৈশাখিদের মতন দালালদের। সাধারন মানুষ জেনে গেছে যে বিএনপি আওয়ামিলিগ একি মুদ্রার এপিঠ ওপিঠ। একটায় একাত্তুরের বর্জ্য পদার্থরে নিয়া রাজনিতি করে তো আরেকটায় নব্বইয়ের বর্জ্যপদার্থ নিয়া রাজনিতি করে। নিজেদের ফায়দার লোভে এরা যে কোন খারাপের সাথে আঁতাত করে। দুইটায় জনস্বার্থ বিরোধী, দেশবিরোধী এবং ক্ষতিকর এলিমেন্ট হয়া দাঁড়াইসে। দুইটারি ধ্বংস একান্ত কাম্য।

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মিতক্ষরা বলেছেন: নির্বাচন নিয়ে প্রতিবারের এইরকম সহিংসতা অসহনীয়।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

অগ্নি সারথি বলেছেন: অনেক ভূল করেছি, আপনার মত একচোখা মাইনষের ব্লগে এসে। জানতাম না যে এটা বিম্পি ব্লগ। মাফ কইরা দিয়েন বাই।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৮

মিতক্ষরা বলেছেন: একচোখা তো আপনি। একতরফা সংবিধান সংশোধনী দিয়ে সংকট তৈরী করেছে সরকার, তার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারছে না সরকার, অথচ আপনি চাইছেন আমরা বিএনপিকে মূল কালপ্রিট বানাই।

হ্যা, বিএনপি হয়তবা অহিংস আন্দোলনের ডাক দিতে পারত। কিন্তু অহিংস আন্দোলন ঠিক আমাদের ঐতিহ্য নয়। এছাড়া অহিংস আন্দোলনের জন্য যেরকম কোয়ালিটি নেতৃত্ব দরকার, তা আমাদের দেশে নেই। ঐতিহ্যগত ভাবেই আমরা রাজপথের সমাধানে বিশ্বাসী।

ড: কামাল, আকবর এরা বিএনপি সমর্থক নন। তাও তো এ পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করছেন। কাজেই ভেবে দেখুন কে একচোখা।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৫

আলোকন বলেছেন: হাম্বাকুল দেখি ঝাপায়া পড়সে পোষ্টে :>

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

মিতক্ষরা বলেছেন: তারমানে কি আপনি হাম্বাকুল নন? :> :>

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২০

রাফা বলেছেন: আপনি আপনার পোস্টের যে বক্তব্য তা থেকে বাইরে চলে যাচ্ছেন।আমি স্পেসিফিক আপনার পোস্টের মুল বিষয়ের উপর কমেন্ট করেছি।

তারমানে আপনি পক্ষান্তরে যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের পক্ষবলম্বন করছেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২১

মিতক্ষরা বলেছেন: আপনার কথার জবাবে আমি লিখেছিলাম:

"আমি বলতে চাইছি যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের আইনের আওতায় আনা হোক যাতে এইসব বন্ধ হয়। সেটা সরকারের দা্য়িত্ব। সে দায়িত্ব মোটেও সরকার পালন করছে বলে মনে হচ্ছে না।

সরকার চাইলে নিরাপত্তার চাদরে দেশ ঢেকে দিতে পারে। সেটাও তারা করছে না। তাহলে ক্ষমতায় থাকার অধিকার তাদের কতটুকু? "

পুড়িয়ে মারার নায়কদের আইনের আওতায় আনতে চাওয়া মানে কি তাদের পক্ষ নেয়া? আপনার কথাই তো দুর্বোধ্য। সরকার নিজের কর্তব্য পালন না করে দূরে দাড়িয়ে মানুষ পুড়ানো দেখবে - আপনি কি তাই চান? না, নিরাপত্তা প্রদানে ব্যর্থ সরকার বিদেয় হওয়া দরকার। আজকের এই সমস্যা তো তারাই তৈরী করেছে।

বাই দ্য ওয়ে, আপনি কি ৯৬ এর ১৫ই ফেব্রুয়ারীর বিএনপির একতরফা নির্বাচন সমর্থন করেছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.