নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিতক্ষরা

শুভেচ্ছা

মিতক্ষরা

আমি সামু ব্লগে মিতক্ষরা এবং সোনা ব্লগে সাতকরা। এক সময় দেশে থাকতাম, এখন বিদেশ।

মিতক্ষরা › বিস্তারিত পোস্টঃ

রুবেল হ্যাপি প্রসংগে শুধু একটি কথা

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

হ্যাপি আর রুবেল প্রসংগ মিডিয়ায় বেশ জমজমাট আকার ধারন করেছে। বেশীর ভাগ লেখালেখি হ্যাপির বিরুদ্ধে । বলা হচ্ছে " হ্যাপি স্বেচ্ছা সম্পর্ক করার পর একে ধর্ষন নাম দিয়েছেন। অথচ তিনি নিজেই গিয়েছিলেন রুবেলের ওখানে। হ্যাপি এও বলেছেন যে বিয়ে করলে ধর্ষন মামলা তুলে নেবেন। এইসব তো এক ধরনের ব্ল্যাকমেইলিং ব্যতিরেকে কিছুই নয়।"

হ্যাপি যেসব কথা বলছেন তাতে তার স্বেচ্ছা সম্পর্কের বিষয়টি সহজেই অনুমেয়। সুতরাং এটি ধর্ষন নয়, হতে পারে না। ধর্ষনকে এতটা লঘু করা যায় না। রুবেল সম্পর্কের সময় বিয়ের অংগীকার করেছিলেন। যা তিনি এখন স্বীকার করতে চাইছেন না। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি আর বিয়ে তো এক বিষয় নয়। প্রতিশ্রুতি ভংগ বেদনাদায়ক হলেও তা অস্বাভাবিক কিংবা অন্যায় নয়। সুতরাং আইন গত ভাবে হ্যাপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।

কিন্তু তার পরেও কথা থেকে যায়। রুবেলের যে নৈতিক অবস্থান, তাতে কি তিনি জাতীয় দলে খেলার যোগ্য? আমরা কেন এরকম অনৈতিক চরিত্রের একজনকে জাতীয় দলের অন্তর্ভূক্ত হতে দেখব? খেলার পারফরম্যান্স যাই হোক না কেন, অনৈতিক জীবনযাপনকারীদের জাতীয় দলে না নেয়াটাই কাম্য। রুবেলকে যেন আর কখনও জাতীয় দলে না নেয়া হয়।


মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১৭

জেসন বর্ন বলেছেন: কই থেকে কি? খেলোয়াড় কে খেলতে দেন, আর অপরাধীকে বিচার করেন। কানের নিচেও দেন। তবে দুইটা জিনিস এক করবেন না। ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১৭

মিতক্ষরা বলেছেন: আপনি এইটা কি বললেন? বাংলাদেশে এখনও লিভ টুগেদার জাতীয় সম্পর্কগুলো সামাজিকভাবে স্বীকৃত নয়। রুবেল এরকম কান্ড করে দিব্যি বহাল তবিয়তে থেকে সবাইকে কাচকলা দেখাবে - তা কি করে হয়? মাশুল শুধু নারীরাই গুনবে নাকি?

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫

ইমরান আশফাক বলেছেন: আমি অনেকাংশে সহমত। আইনগতভাবে রুবেলকে জাতীয় দল থেকে বাদ দেয়া যাবে না তবে নৈতিকভাবে সে আমাদের মত মুসলিমপ্রধান দেশের জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে না। সাকিবকে সম্পূর্ন বিনা কারনে শাস্তি দেয়া হয়েছিল এখন রুবেলকে কি করা হয় সেটাই দেখার বিষয়। এর মাধ্যমে অন্যান্য খেলোয়াড়রা কি বার্তা পায় সেটাই দেখতে চাই।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৯

মিতক্ষরা বলেছেন: আমাদের খেলোয়ারদের যথেষ্ঠ পরিমানে ভাতা, সম্মানী ও সুযোগ সুবিধা দেয়া হয়। বিনিময়ে তারাও জাতির সামনে রোল মডেল হয়ে থাকবে বলে আমরা আশা রাখি।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: আচ্ছা, বিবাহ বহির্ভূতভাবে শারীরিক সম্পর্ক গড়লে তাকে শায়েস্তা করারা কোন আইন কি আমাদের দন্ডবিধিতে নেই? মিউচুয়াল সেক্স হলেই কি আমাদের আইনে তা জায়েয? এরকম বর্বর দেশে আমারা বাস করি?

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৬

মিতক্ষরা বলেছেন: আমি আইন জানি না। যেহেতু পতিতাবৃত্তি বৈধ, তাই লিভ টুগেদারও বৈধ হবার সম্ভাবনা বেশী। তবে একজন বলেছিলেন, লিভ টুগেদার করলে নাকি চার মাসের কারাদন্ডের বিধান রয়েছে।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

জেসন বর্ন বলেছেন: রুবেল-হ্যাপীর ব্যাক্তিগত বিষয় গুলো একাত্তর টিভির কল্যানে চায়ের দোকান থেকে শুরু অলিতে গলিতে ব্লগে ফেবুতে ছড়িয়ে গেসে, আমি তার তীব্র বিরোধীতা জানাই। একজন মানুষের ব্যাক্তিগত বিষয়গুলো ইচ্ছে হলেই ফোনটেপ, ভিডিও বের হয়ে যাচ্ছে, নাউ দেট ইজ আ বর্বর দেশ। নারীরাই দোষী হবে, এটাও যেমন ঠিক না। তেমনি কে কার সাথে বিবাহবহির্ভুত ইয়ে করলো, কার সাথে কে লিভ টুগেদার করল, আর এটা নিয়ে কারা কারা কতটুকু মাথা ঘামাতে বা নাক গলাতে পারবে, তার সীমারেখা টানা জরুরী। সামান্য ভেবে দেখলেই বোঝা যায়, রুবেল-হ্যাপীর নাটক টি সম্পূর্ন উদ্দেশ্যপ্রণীত। রুবেল কে হেয় করা বা হ্যাপীর লাইম লাইটে আসা, কিংবা এই দুইজনের মাঝখানে যদি কোনো তৃতীয় পক্ষ থেকে থাকে, যারা গল্প লিখল, নাটক সাজালো, উস্কে দিলো, তারা যেনো দিন শেষে বগল না বাজায়। নারীর অসম্মান কাম্য নয়, সেই সাথে রুবেল রা যাতে কলঙ্ক মাথায় নিয়ে ঝড়ে না যায়, সেটাও দেখতে হবে। জয় বাঙলা।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০

মিতক্ষরা বলেছেন: মামলা হবার কারনে বিষয়টি এমনিতেই পাবলিক হয়ে গিয়েছে। মামলা কেন হয়েছে তাও মোটামুটি বোঝা গিয়েছে। ৭১ টিভি এই আগুনে ঘি ঢেলেছে কিনা সেইটা অন্য বিষয়।

রুবেল যদি ঝরে যান তো নিজের দোষেই ঝরে যাবেন। এই সব নোংরামি থেকে সবারই দূরে থাকা দরকার।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

দ্যা লায়ন বলেছেন: মেয়েটি লোভী আর রুবেল চরিত্রহীন অপরাধী, মেয়েটির সাজা হয়ে গেছে,রুবেলের বাকি আছে।

তাকে জাতীয় দল থেকে বাদ দেয়া উচিৎ

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৪

খেলাঘর বলেছেন:



খেলোয়াড় মেলোয়াড়রা ধরা পড়ে, অন্যেরা লাইম লাইটে কম আসে।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৪

মিতক্ষরা বলেছেন: অতএব সাধু সাবধান!


৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

বিডি আইডল বলেছেন: বাংলাদেশ আইনে consensual sex আইন বর্হিভূত নয়।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মিতক্ষরা বলেছেন: হতেও পারে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.