![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সামু ব্লগে মিতক্ষরা এবং সোনা ব্লগে সাতকরা। এক সময় দেশে থাকতাম, এখন বিদেশ।
দেশের অবস্থা সবার জানা। দেশ কার্যত অচল। বিএনপি আওয়ামী লীগের লড়াই এর কারনে জনতার অবস্থা একেবারেই কাহিল। তবে এবার মানুষের সমর্থনের তীরটা খালেদার দিকে বেশী। এইটা হয়েছে সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরনের কারনে। স্পষ্ট দেখা যাচ্ছে খালেদা জিয়া ধীরে ধীরে সূচী কিংবা কোরাজন একুইনোর পর্যায়ে চলে যাচ্ছেন।
ইতিহাস সাক্ষ্য দেয় আওয়ামী লীগের পক্ষে কোন মানসম্পন্ন নির্বাচন আয়োজন করা কোন কালেই সম্ভব হয় নি। ১৯৭৩ কিংবা ২০১৪ - সবই এর সাক্ষী। ২০১৪ সালে কার্যত কোন নির্বাচনই হয় নি। তারপরেও ছিল জাল ভোটের ছড়াছড়ি। বিরোধী পক্ষ অধ্যাপক আবু সায়ীদ কিংবা বাদশাকে হারাতে করা হয় ব্যাপক কারচুপি। অথচ এই দলটিই ৫৪ সালে কিংবা ৭০ সালে যখন বিরোধী দল হিসেবে অন্যদের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল তখন বিজয়ী হয়েছিল। একজন ইয়াহিয়ার অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব নয়।
গায়ের জোরে আওয়ামী লীগ কতদিন ক্ষমতায় থাকবে জানি না।
তবে এই থাকার মধ্যে নেই কোন গৌরব, কোন কৃতিত্ব। সেখানেই আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি।
০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১০
মিতক্ষরা বলেছেন: প্রশংসা পেলে ভাল লাগে। তবে সত্যিকার সাহসের পরিচয় হয় তখন যখন কেউ প্রকৃত পরিচয়ে নিজের বিশ্বাস প্রকাশ করে।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৬
মদন বলেছেন: +++++++++
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২
মিতক্ষরা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৯
রাফা বলেছেন: আপনিতো একটু কম বললেন ,আমিতো দেখতেছি উনি মার্গারেট থেচারকে টেক্কা দিয়ে ফেলছেন।
কোন দেশ অচল....! আপনাদের প্রিয় পাকদেশতো সেই কবে থেকেই অচল।
নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত।
হোম
আজকের পত্রিকা
জাতীয়
রাজনীতি
সারাদেশ
বিশ্ব সংবাদ
খেলাধুলা
বিনোদন
বাণিজ্য
বিজ্ঞান ও টেক
সংস্কৃতি
প্রবাস
রাজধানী
ই-পেপার
হোম»রাজনীতি
ভেস্তে গেল খালেদা জিয়ার পরিকল্পনা
আনোয়ার আলদীন০৪ জানুয়ারী, ২০১৫ ইং ১২:০৮ মিঃ
ভেস্তে গেল খালেদা জিয়ার পরিকল্পনা
ভেস্তে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিকল্পনা। পরিকল্পনা ছিল; শনিবার রাতে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে যাবেন খালেদা জিয়া। পরে সেখানে অবস্থান করেই আন্দোলনের নির্দেশনা দেবেন তিনি। কিন্তু তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ভেস্তে যায় পরিকল্পনা। আটক হন রিজভী, অবরুদ্ধ হন খালেদা জিয়া।
০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৯
মিতক্ষরা বলেছেন: বালের পত্রিকা ইত্তেফাক থেকে কোট করলেন মনে হয়। তা ইত্তেফাক ১৫ ই অগাস্টের হোতাদের প্রশংসা করে যে সম্পাদকীয় লিখেছিলো সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি?
একমাত্র দলকানারাই দেশকে সচল দেখছে। সাধারন মানুষেরা তাদের ভোটের অধিকার চায়, তারা তো বিপরীতটাই দেখছে।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৭
খেলাঘর বলেছেন:
"স্পষ্ট দেখা যাচ্ছে খালেদা জিয়া ধীরে ধীরে সূচী কিংবা কোরাজন একুইনোর পর্যায়ে চলে যাচ্ছেন। "
-খালেদা জিয়ার ১৪ গোস্ঠী চোর, ছেলে মাফিয়া।
০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০
মিতক্ষরা বলেছেন: বিএনপির বিষ্ঠা দূর করতে আওয়ামী স্বৈর শাসনই যথেষ্ঠ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০
পদ্মা_েমঘনা বলেছেন: +++++
নীচেরটা পড়ে দেখতে পারেন:
”একজন এইট পাস, রাজাকারের মা-কে এত ভয়!”
উপরের দালালটার মতই আমার লেখাটাতেও ১টা জারজ মন্তব্য করেছে! লেখা পছন্দ না হলেই আক্রমনই এদের নীতি! কোন যুক্তি দিয়ে মোকাবেলা করার মুরোদ তো আর নেই!
শেখ হাসিনার একজন সাবেক পিএস কর্তৃক লিখিত বইয়ের শেষ লাইনগুলি খুব মনে পড়ছে! আমরা চরম সর্বনাশ থেকে কতটা দুরে?
নির্লিজ্জতা কোন পর্যায়ে পৌঁছলে বর্তমান পরিস্থিতিকে সাপোর্ট করে পোষ্ট দেয়া যায়!
০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১২
মিতক্ষরা বলেছেন: ভয় আসলে জনগনকে। কারন বিএনপির আহ্বানে জনতা মাঠে নামলে গদি হারানো সুনিশ্চিত।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন ইয়াহিয়ার অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব নয়।
গায়ের জোরে আওয়ামী লীগ কতদিন ক্ষমতায় থাকবে জানি না।
তবে এই থাকার মধ্যে নেই কোন গৌরব, কোন কৃতিত্ব। সেখানেই আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি।
+++
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০
মিতক্ষরা বলেছেন: ধন্যবাদ।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: আওয়ামী লীগ গায়ের জোরে নয়, আপাতত পুলিশের আর ছাত্রলীগের জোরে ক্ষমতায় আছে।
এগুলো গেলে আসবে সেনাবাহিনী
আর সেনাবাহিনীও যদি ফেল মারে, দাদার দাদা ভারতনাথ তো আছেনই!
০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২
মিতক্ষরা বলেছেন: আপনার সাথে একমত হলাম না। আওয়ামী লীগ কিংবা ছাত্র লীগের ক্ষমতার উৎস হল অস্ত্র। তারা পুলিশ, র্যাবের বন্দুকের জোরে টিকে রয়েছে। যেমন করে টিকে ছিল চসেস্কুরা। দেখা মাত্র গুলির নির্দেশ কথাটা আমি এই সরকারের আমলেই প্রথম শুনতে পাই।
এইচ টি ইমামের বক্তব্যেও রয়েছে এর সমর্থন।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
খেলাঘর বলেছেন:
চোর ডাকাত দমন করছে।
আমার লেখা পোস্ট সামনের পাতায় প্রকাশিত হচ্ছে না; এখনো কমেন্ট করার ক্ষমতা আছে; তবে, কমেন্ট খুব একটা করবো না।
০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭
মিতক্ষরা বলেছেন:
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
সাড়ে ৭ কোটী থেকে ৪৩ বছরে ১৭ কোটী হয়ে প্রমাণ করেছে যে, দেশ চালা্যেছে দুস্টরা।
আজ সবই ঘটছে কারণ দুস্টরা রাজনীতি দখল করেছে, মানুষ ভুল করছে।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮
রঙতুলি বলেছেন: পৃথিবীর ইতিহাসে , কোন স্বৈরাচারী ই চিরদিন ক্ষমতায় থাকতে পারে নাই
এদের ভবিষ্যৎ ভয়ংকর ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৬
মিতক্ষরা বলেছেন: স্বৈরাচারীরা চিরদিন না থাকতে পারলেও বহু বছর টিকে থাকার নজির রয়েছে। আওয়ামী লীগ যে আর কত গুম খুন করে টিকে থাকতে চাইবে কে জানে?
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৪
শাহরীয়ার সুজন বলেছেন: হাম্বার ছাওদের কাছে হাম্বালীগের সব কাজ-কারবারই ভালো।
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও ওরা হাম্মা হাম্মা করতেই থাকবে।
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিলে দেশের কি হবে অনুমান করা মুশকিল; আওয়ামী লীগের সময় যা হবে, চুরির বেশী কিছু ঘটবে না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
মিতক্ষরা বলেছেন: বিএনপির উপর আমাদের সেই আস্থা নেই বলেই তো বিএনপির পক্ষে মানুষের নীরব সমর্থন থাকলেও সরব উপস্থিতি নেই।
কিন্তু এও সত্যি যে প্রতিষ্ঠিত একটি তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংসের জন্য সম্পূর্নভাবে দায়ী আওয়ামী লীগ। সেজন্যেই শত শত জ্বালাও পোড়াও আন্দোলন সত্ত্বেও সাধারনের সমর্থন বিএণপির দিকেই।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
২০১৮ সালের তামাসা হবে আরো বড়
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
মিতক্ষরা বলেছেন: আল্লাহ আমাদের রক্ষা করুন।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
দেশে রাজনীতি ভাবনার পরিসমাপ্তি ঘটেছে, সন্ত্রাস ঢুকে গেছে বুদ্ধির স্হলে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
মিতক্ষরা বলেছেন: তার শেষ পেরেকগুলো ঠুকছে আওয়ামী লীগ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৮
নীল আতঙ্ক বলেছেন: সত্যি কথা বলার সৎ সাহস আছে আপনার।
ভালো লাগলো।