![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সামু ব্লগে মিতক্ষরা এবং সোনা ব্লগে সাতকরা। এক সময় দেশে থাকতাম, এখন বিদেশ।
আমাদের সময়ের রিপোর্ট।
Click This Link
বিএনপির উচিত এবার অবরোধে ক্ষান্ত দেয়া। কারন সরকারের নয়, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারন মানুষ।
সরকারের প্রতি সাধারনের সমর্থন নেই। কিন্তু বিএনপি এভাবে গনবিরোধী কর্মসূচি দিতে থাকলে তারাও সমর্থন হারাবে।
এভাবে সরকার পতন হয় না। সরকার পতনে আরো সময় দিতে হবে। সাধারনের অংশগ্রহন প্রয়োজন হবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮
মিতক্ষরা বলেছেন: একমাত্র আভ্যন্তরীন চাপই পারে বিএনপিকে অবরোধ থেকে সরে আসতে।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
কাজের মাঝে ১টা কাজ হয়েছে, খালেদা জিয়ার আসল চেহারা কিছুটা বের হয়ে এসেছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪
মিতক্ষরা বলেছেন: বাংলাদেশের সহিংস রাজনীতির কালচার ভাংগার ক্ষমতা খালেদা জিয়ার যে নেই সেটা দেখলাম।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
ডিজ৪০৩ বলেছেন: আপনি কীভাবে সার্ভে করলেন যে সরকারের প্রতি সাধারণ মানুষের সমর্থন নেই। আপনার কাছে সার্ভে রিপোর্ট থাকলে ,দিলে ভাল হত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
মিতক্ষরা বলেছেন: সরকারের ৫% নির্বাচনই তার সবচেয়ে বড় প্রমান। বাংলাদেশে এরকম জঘন্য নির্বাচন কেউ করেনি। উপজেলা নির্বাচনে দেখা গিয়েছে পরাজয় ঠেকাতে আওয়ামী ক্যাডার কি করে ব্যালট বাক্স ভর্তি করেছিল।
এইসবই তার প্রমান।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪
মিতক্ষরা বলেছেন: সরকারের কাছে সার্ভে রিপোর্ট ভালই রয়েছে। সেজন্যেই তারা গায়ের জোরে ক্ষমতা আকড়ে রয়েছে।
সমর্থন থাকলে সরকার নির্বাচনমূখী হত। আলোচনামূখী হত। তারা সমঝোতা চায় না, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় না।
সরকারের পক্ষে এই সন্ত্রাস নিয়ন্ত্রন সম্ভব নয়। পুলিশ প্রধান বলেছেন, পেট্রোল বোমা মেরে সরকার বদলানো যায় না। পুলিশ প্রধান তদন্তের আগেই বলে দেন, পেট্রোল বোমা সরকার বিরোধীরাই মারছে। তো এরা কি করে সন্ত্রাস দমন করবে?
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
সুমন কর বলেছেন: এভাবে সরকার পতন হয় না। সরকার পতনে আরো সময় দিতে হবে। সাধারণের অংশগ্রহণ প্রয়োজন হবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫
মিতক্ষরা বলেছেন: ধন্যবাদ। ৭৫ এর আওয়ামী লীগের পতনের পরে ২১ বছর তারা ক্ষমতার বাইরে ছিল। এবারের পতনেও তেমনি ফল হতে পারে।
আমার বিশ্বাস, বিএনপি অবরোধ উঠিয়ে নিলেও চোরাগুপ্তা হামলা পুরোপুরি বন্ধ হবে না। একদল সরকার বিরোধী গ্রুপ বেশ চরমপন্থী অবস্থানে চলে গিয়েছে। এইটা অবশ্য সরকারের নির্বিচার ক্রশফায়ারের জন্যই হয়েছে।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়া রাজনীতির 'র' না বুঝেও এক জাতিকে চালালো ৩১ বছর; এগুলো মানব জাতির কলংকের ইতিহাস; শেখ হাসিনা বাবার নাম করে ৩৪ বছর!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬
মিতক্ষরা বলেছেন: মানুষ ভোট না দিলে এরা ক্ষমতায় আসতে পারত না। মানুষ এরশাদকে ভোট দেয় নি, দিয়েছে বিএনপি আওয়ামী লীগকে। সেই ভোট ছিল একধরনের আমানত, কিন্তু সেই আমানতের মর্যাদা তারা রাখতে পারে নি।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩
রামন বলেছেন:
এই বিষয়ে বহু আগেই লেখালেখি হয়েছে। সরকার হটানোর মত শক্তি ও জনসমর্থন এখন আর বি এন পির নেই৷ অথচ ম্যাডাম সেটা বিশ্বাস করেননি , তিনি গো ধরে রইলেন। দেশ জ্বালিয়ে মানুষ পুড়িয়ে অবশেষে সত্য উপলব্ধি করলেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪
মিতক্ষরা বলেছেন: খালেদা এখনও উপলব্ধি করেছেন কিনা সেটা তো জানিনা।
বিএনপির এই আন্দোলনে প্রথমত ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারন মানুষ। এতে কোন সন্দেহ নেই। কিন্তু সরকারও এর ফলে কোনঠাসা হয়ে পড়েছে। কারন সরকার পেট্রোল বোমা দমন করা দূরে থাক, বরং ক্ষেত্র বিশেষে বোমাবাজ হিসেবে ছাত্রলীগের নাম আসছে। বিএনপি সেটাকেই হয়ত নিজের লাভ বলে ভাবছে। এইজন্যই বিএনপি ক্ষান্ত দিতে চায় না।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
মানুষের ভোটের দাম থাকে না; ৩/৪ কোটী ভোট বিক্রয় হলে, বাকীগুলো মুল্য থাকে না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪
মিতক্ষরা বলেছেন: ভোট দিতে পারার সন্তুষ্টি টুকু থাকে।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬
দেবজ্যোতিকাজল বলেছেন: এখনকার রাজনীতি চলে বন্দুক আর পুলিশের উপর ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১
মিতক্ষরা বলেছেন: আমাদের দুর্ভাগ্য।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
তামিম হাশমী বলেছেন: আপনি অনেক সুন্দর কথা বলেছেন , কিন্তু দেখুন মানুষের মন মানসিকতা, পছন্দ এবং দৃষ্টি গোচর কোঁথায় ?
কেউ লাইক দিক না দিক, কমেন্টস করুক না করুক, আপনি সঠিক।