নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জগৎ মুগ্ধ বাস্তবের বস্তুপুঞ্জে ঠাসা,

রংপুর

rangpur

বলবো না... শুনবো না.... করবো না... মানবো না...

rangpur › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নির্ভর রাজনীতিতে টিকে আছে ঘাতক দালাল: জাগো বাহে...

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

আজ আমাদের দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। ৭১ এর ঘাতক-দালাল জামাত-শিবির নিজেদের কুকীর্তি ঢাকার চেস্টা করতে স্বাধীনতা পরবর্তীকালে ধর্মের লেবাস গায়ে লাগিয়ে একের পর এক রাস্ট্রদ্রোহী, জনগনের বিরুদ্ধে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এখন তারা লড়ছে ঘাতক-দালালদের বিচারের বিরুদ্ধে। এই জন্য তারা ইসলামী রাজনীতির একটা ছদ্মবেশী জোট বানিয়ে যারা আসলে জামাতেরই অঙ্গসংগঠন । উদ্দেশ্য জামাতের মতন জঘন্য দলকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা।



এই রাস্ট্র হিন্দু-খ্রিস্টা­ন-বৌদ্ধ-মুসলমান­-নাস্তিক সহ সব ধরনের মানুষের। একজন ব্যাক্তির ধর্মবিশ্বাস থাকতে পারে কিন্তু রাস্ট্রের থাকতে পারে না। রাস্ট্র একটি প্রতিষ্ঠান- যার কাজ নিরপেক্ষ অবস্থানে থেকে দেশের সকল নাগরিকের সকল ধরনের অধিকার, সুযোগ-সুবিধা নিশ্চিত করা। যারা রাস্ট্রের ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করে এরা আসলে ধর্মব্যাবসায়ী। নিজেদের প্রয়োজনেই সুযোগ পেলে এরা দেশকে আফগানিস্তান বানিয়ে ফেলতে দ্বীতিয়বার ভাববে না- যার প্রমান আমরা এদের নানান সময়ের নানা স্লোগানে বহুবার দেখেছি, শুনেছি।



তাদের কে প্রতিহত করা প্রয়োজন নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে। আমরা ৭১'এর অসাম্প্রদায়িক দেশের চেতনাকে ধারন করি। বাংলাকে কখনই আমরা মৌলবাদী শক্তির হাতে ছেড়ে দিব না। আসুন আমরা দেখিয়ে দেই, এই দেশে আমাদের, এই দেশের মাটি, সন্তানেরা কখনই সাম্প্রদায়িকতাক­ে প্রশ্রয় দেয় নাই। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের জিনে লালিত হচ্ছে সেই চেতনা। এবারের যুদ্ধ আমাদের, আমরা দেখিয়ে দেব মৌলবাদীদের- আমরা অথর্ব নই, হীনবল নই, ভীতু নই, ঘরকুনে কোন স্বার্থপর মেরুদণ্ডহীন মানুষ নই, কাপুরুষ নই। দেশের তাগিদে আমরা লড়তে জানি। এক জীবন-এক যৌবন- এক বাজি- বাংলাদেশকে ভালোবাসি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

ফাহীম দেওয়ান বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.