নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জগৎ মুগ্ধ বাস্তবের বস্তুপুঞ্জে ঠাসা,

রংপুর

rangpur

বলবো না... শুনবো না.... করবো না... মানবো না...

rangpur › বিস্তারিত পোস্টঃ

প্রেসিডেন্ট জিয়া এবং তার দল বিএনপি

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১

প্রেসিডেন্ট জিয়া এবং তার দল বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে যে ভাবে ৭১ এর ঘাতক, ধর্ষক ও যুদ্ধাপরাধিদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছে তা শুধু দুঃখজনকই নয় লজ্জাজনকও বটে।তাদের অবস্থান এবং কর্মকান্ড ৩০ লক্ষ শহিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল । নিম্নের তথ্যসমুহ জানার পর মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক এবং যারা স্বাধিনতার মুল্যবোধকে সমুন্নত রাখতে চায় তারা কোন ভাবেই বিএনপি জামাত জোটকে সমর্থন করতে পারেনা।

-১৯৭৫ এর ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করে বিচারাধীন ১১ হাজার যুদ্ধাপরাধির মুক্তি দেয়া।

- ২১ জুলাই, ১৯৭৬ সালে প্রহসনের বিচারে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহের কে ফাঁসি দেয়া।

- ১৯৭৬ সালে 'Second proclamation order no. 2 of 1976' জারী করে ধর্ম-ভিত্তিক রাজনীতি করার লক্ষ্যে সংবিধানের ৩৮ অনুচ্ছেদের শর্তাদি তুলে দেয়ার মাধ্যমে ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (এটির সাথে জামাত সংযুক্ত ছিল) কে রাজনীতি করার সুযোগ দেয়া।

-৬ ফেব্রুয়ারী, ১৯৭৭ সালে ইসলামী ছাত্র সংঘ কে ইসলামী ছাত্র শিবির হিসেবে আত্ন-প্রকাশের সুযোগ করে দেয়া।

-১৯৭৮ সালে মানবতার শত্রু যুদ্ধাপরাধি পাকি নাগরিক গোলাম আযমকে দেশে ফিরে আসার অনুমতি দেয়া।

- ১৫ এপ্রিল,১৯৭৯ সালে বিএনপির সরকারের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাজাকার শাহ আজিজুর রহমানকে নিয়োগ।

-মে, ১৯৭৯ তে জামাত কে এ দেশে আবার রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের সুযোগ দেয়া।

-১৯৯২ সালে গণ আদালত গঠন করার জন্য ২৪ জন বিশিষ্ট ব্যাক্তিসহ শহীদ জননী জাহানারা ইমাম উপর রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা।

- ১৯৯৪ সালে গোলাম আযমকে এ দেশের নাগরিকত্ত্ব দেয়া।

- ২০০১ সালে মানবতার শত্রু যুদ্ধাপরাধি রাজাকার মতিউর রহমান নিজামি এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদ কে মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে ৩০লক্ষ শহীদ আর ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে প্রাপ্ত লাল-সবুজের পাতাকা তুলে দেয়া।

- ৭১ এর ঘাতক, ধর্ষক ও যুদ্ধাপরাধিদের বিচার বাধাগ্রস্থ করার চেষ্টা চালিয়ে যাওয়া এবং তাদের মুক্তিদাবি করা।

- জামাতের ইফতার মাহফিলে যোগ দিয়ে ঘাতক, ধর্ষক ও যুদ্ধাপরাধিদের মুক্তির জন্য দোয়া করা।

আজ আমাদের ভাবতে হবে আমরা আওয়ামি লীগকে সমর্থন দিয়ে অসম্প্রদায়িক, গনতান্তিক, স্বাধিনতা ও মনবতার মুল্যবোধকে সমুন্নত রেখে আলোর পথে এগিয়ে যাবো নাকি বিএনপি-জামাত জোটকে সমর্থন দিয়ে মধ্যযুগিয় বর্বর সমাজ ব্যবস্থায় ফিরে যাবো।



ড. সফিক,

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪১

৭১বাংলা বলেছেন: আর বলবেন না??????????
১ হাম্বালীগ এর প্রতিষ্ঠাতা মুজিব সর্বপ্রথম ঘোষিত ১৯৫ জন যুদ্ধাপরাধী কে টাকার বিনীময়ে পাকিস্তানের হাতে ছেড়ে দেয় ।
২ তার মেয়ে হাসিনা তার মেয়েকে কুখ্যাত রাজাকার এর সাথে বিয়ে দেয় ।
৩ এই জামাতের সাথে বিএনপি এর বিরুদ্ধে সরকার পতন আন্দোলন করে ।

আম্বালীগ করলে সব ঠিক আর বিএনপি করলে দোষ??????????????????????

২| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

শিহাব হোসেন বলেছেন: শেখ হাছিনা যে গোলাম আজমের পা ছুইয়া ক্ষমতায় আইছিলো হেইডা কিন্তু বেবাগতে জানে.. :P :P

৩| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

কাজের কথা বলেছেন: @৭১বাংলা "১ হাম্বালীগ এর প্রতিষ্ঠাতা মুজিব!!!"

ধন্য তোমার জন্ম রে ভাই, ধন্য তোমার মাতা।
রোজার মাসে কি আর দেব, দিলাম কাঠালপাতা।।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.