![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন-পর ভেদাভেদ কম করি, বন্ধুতে আপষহীন, স্বার্থহীন স্বার্থপর।- এই হচ্ছি আমি-অনেকটাই মানুষ কিন্তু তবুও............
সালাম মামারা,
সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ছোট্ট একটি মেয়ে নাম স্নেহা। বাবা-মায়ের অনেক আদরের। খুলনা নিরালা আদর্শ বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী। দু'চোখ ভরে নানা স্বপ্ন নিয়ে তার বসবাস। কিন্তু নিয়তির নির্মম পরিহাস! স্নেহা আজ Acute Myeloid Leukemia (AML) রোগে আক্রান্ত। সংক্ষেপে আমরা যাকে বলি ব্লাড ক্যান্সার। হায়াত-মউত-রিজিক এর মালিক আল্লাহ! এই ছোট্ট মেয়েটি শেষ পর্যন্ত বাঁচবে কিনা আমি জানি না। কিন্তু অন্তরের অন্তস্থল থেকে চাই মেয়েটি সুস্থ্য হয়ে উঠুক। মহান আল্লাহ তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন।
কিন্তু এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক, অনেক টাকা! রোগ ধরার পর চিকিৎসা, রিপোর্ট আর চেকআপের জন্য ছোটাছুটি করতে যেয়ে এর মাঝে স্নেহার বাবা তার একমাত্র চাকরীটি হারিয়েছেন। তারপরও তার মনে আশা ছোট্ট স্নেহাকে যেভাবেই পারেন সারিয়ে তুলবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি, চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন তা তার একার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। ভদ্রলোক আবার মধ্যবিত্ত ফ্যামিলির। জানেন তো তাদের যন্ত্রণা সবচে বেশি। কারো কাছে হাত পাততে লজ্জা হয়, মনে কুন্ঠা জাগে। তাই অনেক মূল্যবান সময় বয়ে চললেও খুব বেশি কিছু স্নেহার জন্য করা যাচ্ছে না। তিনি জন্মদাতা'র কর্তব্য পালনে নীরবেই ছুটে চলেছেন এদিক ওদিক।
এভাবে কি স্নেহাকে বাঁচানো সম্ভব? নিজের সামর্থটুকু বিবেচনায় আজ এই প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদিও স্নেহা আমার রক্তের কেউ নয়। কিন্তু নিজের বিবেকের তাড়নায় আজ আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি- যে যেভাবে পারেন এই ছোট্ট বাচ্চাটিকে বাঁচাতে এগিয়ে আসুন। মানবতার জয় হোক!
সাহায্য পাঠাবার ঠিকানা:
আবু সামা, সঞ্চয়ী হিসাব নং- ১২০.১০১.১৩২২৪৪
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
মোবাইল: ০১৭১৮-৫৫৫৮২২, ০১৯২৩-৫৭৯৭৫৭
নিচের ছবিটি স্নেহার মামা'র ফেসবুক একাউন্ট থেকে নেয়া।
[img|
হাসপাতালের বিছানায় স্নেহা-
সংশ্লিষ্ট সকলের জন্য জরুরী বার্তা: মনে যদি কোন প্রকার সন্দেহ জাগে, দয়া করে আগে নিশ্চিত হয়ে নিন এটা কোন ধোকাবাজী কি না? প্রতারণা মূলক সকল কর্মকান্ডের জন্য আমি এবং স্নেহার পরিবার দায়ী রইলাম।
২১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৭
রান০০৭ বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। সামুতে সবার পোষ্ট স্টিকি করা হয় না। স্টিকি করার জন্য যে পরিমান ইনফ্লুয়েন্স দরকার সেটা আমার নাই।
তারপর্ও শুধু ছোট্ট একটি বাচ্চার জন্য দিলাম একটি পোষ্ট। যদি তাতে তার একটু্ও উপকার হয় তাহলে তাতে আমি ধন্য!
২| ২০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৫
মাহিরাহি বলেছেন: আল্লাহ স্নেহাকে সূস্থ্যতা দান করুন।
৩| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
চিটির বাক্স বলেছেন: কিছু মনে করবেন না, এইভাবে সাহায্য চাইলে সন্দেহ উকি মারে..তাই দয়া করে (১) স্নেহার মামার ফেবু লিন্ক দেন, (২) বাবার নাম আর ফোন নাম্বার, একাউন্ট হুল্ডার কে সেইটা বলেন..সবশেষে (৩) স্নেহা এখন কোন হাসপাতালে এবং (৪) বাড়ির ঠিকানা দেন দয়া করে
২১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪
রান০০৭ বলেছেন: চিটির বাক্স বলেছেন: কিছু মনে করবেন না, এইভাবে সাহায্য চাইলে সন্দেহ উকি মারে..তাই দয়া করে (১) স্নেহার মামার ফেবু লিন্ক দেন, (২) বাবার নাম আর ফোন নাম্বার, একাউন্ট হুল্ডার কে সেইটা বলেন..সবশেষে (৩) স্নেহা এখন কোন হাসপাতালে এবং (৪) বাড়ির ঠিকানা দেন দয়া করে
ভাই আপনি সত্যি কথা বলেছেন, মনে সন্দেহ জাগে। এই নিন তার মামার ফেসবুক আইডি। আমার জানামতে উল্লেখিত ব্যাংক একাউন্টটা স্নেহার বাবার। মোবাইল নাম্বার ২টির যেকোন একটিতে ফোন দিলেই বিস্তারিত সব জানতে পারবেন। ধান্দাবাজী করে কয়দিন টেকা যায়? ধরাতো একদিন পড়তেই হবে। যদি প্রমাণ হয় এটা ধান্ধাবাজী আমিতো রয়েই গেলাম আগের মতই..... যা শাস্তি হয় দিবেন।
৪| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:১৭
চিটির বাক্স বলেছেন: আসলে আমি ধান্ধাবাজির কোন কথা বলি নাই, ভুল বুজবেন না..মনে কষ্ট নিয়েন না..আপনি যে এগিয়ে আসছেন এইটাই কম কিসে..আমি শুধু নিশ্চিত হতে চেয়েছি বর্তমান সমাজের অবস্হা দেখে মনে এমন সন্দেহ যে জাগবে তা আপনিও মনে হয় মেনে নিবেন
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
রান০০৭ বলেছেন: সকল সমস্যার সমাধানকারী একমাত্র আল্লাহ! তিনিই সবাইকে পথ দেখান।
স্নোহাকে নিয়ে আর কোন দু:শ্চিন্তা নাই। আল্লাহ তাকে কবুল করেছেন।
আর কোন সহযোগীতার প্রয়োজন নাই। সকলকে আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৪
মাহিরাহি বলেছেন: পোস্টটিকে স্টিকি করা হোক।