![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন-পর ভেদাভেদ কম করি, বন্ধুতে আপষহীন, স্বার্থহীন স্বার্থপর।- এই হচ্ছি আমি-অনেকটাই মানুষ কিন্তু তবুও............
ক’দিন আগে মুহিত কাকা, হাঁকলেন সজোরেতে ব্যাট
প্রাইভেটে পড়ছ তাই গুনতে হবে ভ্যাট।
এই না শুনে পোলাপানে পাড়ল জোরে ফাল
হাউকাউয়ে মুহিত কাকা হলেন নাজেহাল।
তোদের বলি নাই- কাকা এবার বললেন যে হেসে
ভ্যাট দিবে তারা, যারা তোদের রক্ত চোষে।
”মন পাবি, দেহ পাবি ভ্যাট পাবি না”
ভূগোল তুমি নিজেই পড় আমরা পড়ি না।
থমকে যায় সবার বুদ্ধি কাকার ভাবটা দেখে
মুরগীর ডিম খামারী পাড়- তাই সবাই শেখে।
প্রাইভেটিরা হাকল লড়াই, চলল এক অসম দ্বৈরথ
তাইতো জ্যামে নাকাল হলো ঢাকার রাজপথ।
অবশেষে ছাড়লেন কাকা ভ্যাট পাওয়ার খায়েশ,
বোঝা গেল প্রাইভেটিরা ছিল ফুললি-যায়েজ।
ভ্যাট তো গেল রসাতলে, সবাই বলল ব্যস,
এসবের তলে পড়ল চাপা বিদ্যুৎ আর গ্যাস।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
রান০০৭ বলেছেন: পূর্বাভিজ্ঞতা বলে, আমরা শর্টটার্ম গোল নিয়ে আন্দোলন করি।
আমাদের আন্দোলনের প্রাথমিক সফলতা পাওয়া মাত্রই তল্পিতল্পা গুটিয়ে বাড়ির পথ ধরি।
দেখুন না, ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আরো কি কিছু আদায় করে নেয়া যেত না?
টিউশন ফি তো এখনো তাদের ইচ্ছা অনুযায়ীই আদায় করে চলেছে। এটার একটা সিলিং করিয়ে নেয়া যেত।
আমাদের সবাইকে মনে রাখতে হবে। আজকে প্রত্যাহার করা হয়েছে তাই বলে এটা কিন্তু স্থায়ী নয়।
আবারো ঘুরে ফিরে আসতে চাইবে অন্য কোন বেশে। সবাই সতর্ক থাকুন।
আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভ্যাট তো গেল রসাতলে, সবাই বলল ব্যস,
এসবের তলে পড়ল চাপা বিদ্যুৎ আর গ্যাস !
বিদ্যুতে আর ঘ্যাসে দাম বৃদ্ধির ঘটনা চাপা পড়লে চলবে না।
নিজেদের টিউশন ভ্যাট মুক্ত করেছ। কিন্তু পরিবারের রান্না, নিত্য বিদ্যুতে যে বৈদ্যুতিক শক পাওয়া দাম বাড়াল তারেওতো কিছু করতি হবি! নাকি!
আগ লাগলে দেবালয়ও এড়ায় না!
শুধু এক পাশের আগুন নিভালে ঘর বাঁচেনা।
সকল অন্যায়ে ছাত্ররা গর্জে উঠুক ন্যায় দাবীতে!