নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা...

ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ

রান০০৭

আপন-পর ভেদাভেদ কম করি, বন্ধুতে আপষহীন, স্বার্থহীন স্বার্থপর।- এই হচ্ছি আমি-অনেকটাই মানুষ কিন্তু তবুও............

রান০০৭ › বিস্তারিত পোস্টঃ

পার্থক্য

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

আমাদের এখানে যখন রানা প্লাজা ধ্বসে হাজার প্রাণ বিনাশ হয় তখন আমাদের জিএসপি সুবিধা বাতিল হয়। সারা বিশ্বের লোকে আমাদের দোষ দেয়। ঘটা করে কমিটি করে আমাদের ব্যবসায়ীক পরিবেশ নিয়ন্ত্রিত হয়। হাজার কোটি টাকার অর্ডার বাতিল করে সেই অভাগাদেরই পেটে লাথি মেরে দুর্দশার ষোলকলা পূর্ণ করা হয়। আমাদের দেশে যখন ২টা বিদেশী মেহমান কারও ষড়যন্ত্রের বলি হয় তোমরা রেড এলার্ট জারী কর। নিরবে আমাদের সস্ত্রাসের খাতায় ছেপে দাও। খুনী’র অপদবাদ আমাদের কপালে রাজটীকার মত দীপ্তি ছড়ায়। আমরা মুখ লুকাতে ঘরের কোন খুজে বেড়াই।

আর তোমাদের শহরে যখন শত মানুষের প্রাণ যায়, বিশ্বের তাবত দেশের মানুষ তোমাদের পতাকার রঙে নিজের প্রোফাইল রাঙায়, শোক পালন করে। কিন্তু তোমাদের কোন সুবিধা বাতিল করা হয় না। তোমাদের দেশেও বিদেশী মরে কিন্তু তাতে অন্য কোন দেশ রেড এলার্ট জারী করে তাদের নাগরিককে সতর্ক করে না, তোমাদের দেশে যেতে নিষেধ করে না। ঘটনা যখন তোমাদের দেশের ঘটে, তখন আহাজারী আর মাতমে বিশ্ব তোলপাড়! সেই যজ্ঞে আমরাও কিন্তু সামিল হই। আমাদের মনও বলে “সন্ত্রাস সন্ত্রাসই”। কার বিরুদ্ধে, কি হচ্ছে, কে করছে, কাকে মারছে সেটা কিন্তু আমরা দেখতেও যাই না। আমরা এটাও ভুলে যাই যে, তোমরা আলজেরিয়ায় ৮ বছর লাখ লাখ মানুষ মেরে উল্লাস করতে! তাদের রক্তও লাল ছিল (মুসলমান হোক আর অমুসলিম তাতে কি আসে যায়- মানুষ তো!) আমরা সকল কিছু ভুলে তোমাদের ব্যথায় ব্যথিত হই। মন থেকে ধিক্কার উগরে দিয়ে বলি- এটা ঠিক নয়...।
তোমরা কখনো কি আমাদের মানুষ মনে কর? স্বপ্নে কিংবা জাগরণে? আমি জানি তোমরা কর না।
তোমাদের আর আমাদের মাঝে পার্থক্য এটাই....।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.