![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এসে ছিলে ঘুমের ঘোরে সপ্ননের মতো
আবার চলে গেলে ঘুম ভাঙ্গার সাথে সাথে
মাঝখানে কেটে গেলো সারে সাতটি বৎসর
কেটে গেলো জীবনের মুল সময়টুকু।
তবুও নিঃষ আমি হইনি,
আঁখরে ধরে আছি সারে সাত বৎসরের
সারে সাতটি সৃতির ডাইরি।
তুমি হয়তো হউনা নেই সেই সৃতির মুখমুখি
সৃতিও হয়তো তোমায় ডাকেনা পিছু।
নব জীবনের নব আনন্দে হয়তো মাতিয়া থাক
নিজেকে হয়তো সৃতি থেকে আড়ালে রাখো।
আমি সারে সাত বৎসরের ফাগুন পেরিয়ে
সারে সাত বৎসরের আগুনে পুড়ছি
সারে সাত বৎসরের সৃতির মাঝেই
তোমাকেই আজো খুঁজছি।
©somewhere in net ltd.