নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এন.আই.রফিক
জীবন কোন বাংলা সিনেমা বা নাটকের গল্প না।
জীবন এক যুদ্ধের নাম।
যেখানে পরাজয় নিশ্চিত জেনেও জয়ের নেশায় এগিয়ে যেতে হয় সামনের দিকে।
পরাজয় মেনে না নিয়ে, পরাজয় থেকে জয়ের শিক্ষা গ্রহন করাই জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ।
যুদ্ধের ময়দানে যে নিজেকে রক্ষা করতে পারে না, সে কখনো যুদ্ধাহতদের রক্ষা করার ক্ষমতা রাখেনা।
আপনাকে যে ভালবাসতে জানে না,সে অন্যকে কখনো ভালবাসতে পারে না।
যার নিজের প্রতি আত্তবিশ্বাস দুর্বল, সে কি করে অন্যের উপর আত্তবিশ্বাস প্রখর রাখে।
আমি পরাজিত তাই জয় ই আমার একমাত্র লক্ষ।
জয়ের নেশায় আমি নেশাগ্রস্ত।
সবাই আমার জন্য দু-আ করবেন আমি জেনো পরাজয় কে জয় করে নিতে পারি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাকে, যে আমার বন্দ হৃদয় খুলে দিয়েছে।এবং তার কাছেই আমি সবচেয়ে বেশী দু-আ প্রত্যাশী।
সবাই ভাল থাকবেন।
©somewhere in net ltd.