নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আমারও একটা প্রেম কাহিনি আছে

০১ লা জুন, ২০১৪ রাত ৮:০৬

এন.আই.রফিক



আমারও একটা প্রেম কাহিনি আছে

আছে এক গুচ্ছ সৃতির ডাইরি

আছে পাওয়া না পাওয়ার হিসেব নিকেস

আছে দুঃখ সুখের পার্থক্য বুঝার ক্ষমতা।

তাই বলে আমি কি পরাজিত?

তাই বলে কি আমি হেরে গেছি জিবনের কাছে?

তাই বলে কি আমি হেরে গেছি ভালবাসার কাছে।

নিশ্চই আমি হারিনি,

হেরে গেছে সে,

তাইতো গুছিয়ে নিয়েছে সে নিজের জীবন

অন্য নীড়ে, বুনছে সপ্ন অন্য রঙ্গে।

আর আমি সেই প্রেমিক মাতাল

প্রেমিক মাতাল-ই রয়ে গেলাম।

বদলে গেছে শুধু জীবন কাহিনি।

আর বেছে আছি শুধু তার এক গুচ্ছ

সৃতির পাইচারি করে।

যা আজ শুধু ব্যদনা বিদূর।

যা আজ শুধু যাতনা বিদূর।

তবুও তারি মাঝে খুজে ফিরি

মিত্যে সুখের ঠিকানা।



সুখি হও তুমি আরও

সুরঞ্জনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.