নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

এখানে আপনাদের বিশাল দুর্বলতা,আর সামুর আছে বিশাল ক্ষমতা

০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আজো আমি শত চেষ্টার পরও জানতে পারলাম না

সামু কিসের উপর ভিত্তি করে পোষ্ট নির্বাচন করে।

আপনারা কি কেউ জানেন?



আপনারা কিভাবেই বা জানবেন?

সামুর নির্বাচকরাও সম্ভবত সেটা জানেন না।



যদি সামুর নির্বাচকরা জানতেন

তবে কবেই আপনাদের, আমারও জানা হয়ে যেত।



যেহুতু সামুর নির্বাচকরা জানেন না সেহেতু,আপনাদের ও জানার কথা না।

তাহলে আমি নগণ্য জানবো কিভাবে বলেন?



হয়তো আমার লেখা এই জনমে আর নির্বাচিত পাতায় আসবে না।

হয়তো সামু আমাকে নজরদারীতে রাখবে।

আর কোন রকম একটু সুযোগ পেলেই,অর্থাৎ কিঞ্চিৎ দোষ পেলেই

আমাকে বিশাল অপরাধী নির্বাচন করে চিরতরে ব্লক করে দেবে।

এখানে কিন্তু নিশ্চিত সামুর নির্বাচক সঠিক ভাবেই আমাকে নির্বাচন করতে পারবেন।

যাতে আর তাদের নির্বাচক নিয়ে আর প্রশ্ন না তুলি।



জানি আপনারাও এই ভয়ে সামুর নির্বাচক নিয়ে লিখতে ভয় পান।

কারণ এখানে আপনাদের বিশাল দুর্বলতা,আর সামুর আছে বিশাল ক্ষমতা।

দুর্বলরা ক্ষমতাবানদের ভয় পাবে এটাই স্বাভাবিক।





কি মন্তব্য করতে ও ভয় পাচ্ছেন নাকি?

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

খেলাঘর বলেছেন:


সামু আর ব্লক করবে না; ব্লগিং এ ভাটা পড়েছে। উনারা ব্যবসা হারাতে চাইবেন না।

নির্বাচিত কয়েকটা পোস্ট পড়েন, দেখেন কি বিষয়ের উপর উনারা লিখছেন, লেখার স্টাইল দেখুন, সেভাবেই লিখুন, আপনার লেখা নির্বাচিত হবে।

০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

নুর ইসলাম রফিক বলেছেন: বাহ বাহ বাহ আপনি তো মনগড়া হলেও বলতে পারেন কিভাবে নির্বাচিত পোষ্ট হয়।

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

শাহরীয়ার সুজন বলেছেন: আমি জানি,মডুরা লটারি দেয়। লটারিতে যে পোস্ট ওঠে সে পোস্ট স্হান পায় নির্বাচিত পাতায়!!!

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

নুর ইসলাম রফিক বলেছেন: কিভাবে জানলেন একটু কষ্ট করে যদি বলতেন খুসি হতাম।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১২

মামুন ইসলাম বলেছেন: তাইতো বলছি দেখুন চাইলে এই পোষ্টটা সোনাচাঁন মডুরা কিন্তু স্টিকি করতে পারতেন দেখুন ।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

নুর ইসলাম রফিক বলেছেন: পড়েছি, ভাল লিখেছেন।
সত্যিই দুঃখ জনক।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট নির্বাচিত হওয়ার জন্য আপনার মডুদের বন্ধু হওয়া লাগবে।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

নুর ইসলাম রফিক বলেছেন: সম্ভবত আপনি মডুদের খুব ভাল বন্ধু।
তাই আপনার সব লেখা গুলি নির্বাচিত হয়।

ধন্যবাদ আপনাকে আপনার অবিজ্ঞতা জানানোর জন্য।

ভাল থাকবেন।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

জনতার রায় বলেছেন: সামু কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। আমার একটা নিক ওয়াচে থাকা অবস্থায় কোন পোস্ট না করলেও ব্যান করে দিয়েছে। কারণ জানার জন্য না হয় ৫ বার মেইল করেছি। তাদের প্রয়োজন মনে হয়নি, তাই মেইলের উত্তর দেয়নি।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

নুর ইসলাম রফিক বলেছেন: আপনাকে কি উনারা কোন মেইল দিয়ে আগে সতর্ক করেননি।

যদি না করে থাকেন তবে উনারা আপনার সাথে অমানবিক আচরন করেছেন।
যা কোন মানুষের কাছ থেকে আশা করা যায়না।

আর উনাদেরকে মেইল করার অবিজ্ঞতা আমারও আছে।
হাজার বার মেইল করলেও উনাদের কোন উত্তর পাওয়া যায়না।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯

আমিনুর রহমান বলেছেন:

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট নির্বাচিত হওয়ার জন্য আপনার মডুদের বন্ধু হওয়া লাগবে।



স্বর্না'র কোন পোষ্ট নির্বাচিত হয়নি এমনটি আমি দেখি নাই। তাহলে স্বর্না'র কথা ঠিকই আছে মনে হয়। যেহেতু উনার পোষ্ট নিয়মিত নির্বাচিত হতো সেহেতু উনার কথামতোই উনি মডুদের বন্ধু । তাছাড়া উনার পোষ্টই সম্ভবত সামুর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে স্টিকিতে ছিলো। সেক্ষেত্রে বলতে পারি উনি সামুর মডুদের ঘনিষ্ঠ বন্ধু ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: আমিও আপনার সাথে একমত পোশণ করছি।

আর "এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা" পরবর্তী মন্তব্য এর অপেক্ষা করছি।


ভালো থাকবেন জনাব আমিনুর রহমান।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০

রেজওয়ান26 বলেছেন: ভাই আপনি তো নির্বাচিত পোষ্ট নিয়া চিন্তিত আর আমার লেখা প্রথম পাতাত্ই আসেনা। হটাত করে বন্ধ! বলেছে নিয়ম ভঙ্গ কিন্তু কি নিয়ম আমি ভঙ্গ করেছি তা বলেনি। ---এই হলো সামুর অবস্থা

আমার মনে হয় সামুর পাঠকের চেয়ে লেখকের সংখ্যা বেড়ে গেছে তাই যা ইচ্ছে তাই তারা করছে?

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

নুর ইসলাম রফিক বলেছেন: যেহেতু আপনার পোষ্ট প্রথম পাতায় আসেনা।
সেহেতু আপনার মেইল বক্স দেখা উচিত ছিল।

আপনাকে কি উনারা কোন মেইল দিয়ে আগে সতর্ক করেননি।

যদি না করে থাকেন তবে উনারা আপনার সাথে অমানবিক আচরন করেছেন।
যা কোন মানুষের কাছ থেকে আশা করা যায়না।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

নিলু বলেছেন: এটাই গণতন্ত্র , যাহা আপনাদের বুঝতেই হবে ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

নুর ইসলাম রফিক বলেছেন: এই গণতন্ত্রের পক্ষে কি আপনার মত আছে?

আপনি কি এই গণতন্ত্রকে মেনে নিয়েছেন?

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

জেরিফ বলেছেন: আমি মনে করি নির্বাচিত পাতা নিয়ে চিন্তা করে লিখে যান কারণ আমার দেখা অনেক ব্লগার গণ নির্বাচিত পাতা না খুলেই পোস্ট সমূহ পড়েন ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

নুর ইসলাম রফিক বলেছেন: তাহলে বলতে চাচ্ছেন আপনি নির্বাচিত পাতার পক্ষে নয়।

যদি এটাই বুঝিয়ে থাকেন তবে আমি আপনার সাথে সহমত।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৯

নীল আতঙ্ক বলেছেন: নিজের জন্য লিখুন ভাইয়া......... কিছু পাবার জন্য লিখা উচিৎ না।
যাদের পড়ার তাঁরা নির্বাচিত পাতায় না আসলেও পড়বে।
তাই লেখার আনন্দেই লেখা আসুক এটাই চাই।
ভালো লাগা রইলো।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

নুর ইসলাম রফিক বলেছেন: নিজের জন্য লিখুন ভাইয়া........

তাহলে সামুর দরকার কি?
আপন ডাইরিতে লিখুন।
যাদের পড়ার তারাই আপনার কাছ থেকে খুজে নিয়েই পরবে তাইনা।
সামু, সকল পোষ্ট, নির্বাচিত পোষ্ট এর কোন দরকারই তো পরে না।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

নিলু বলেছেন: আমি মানিনা কিন্তু বলেও কোনও লাভ হচ্ছে না , সামু মনে করে বোধ হয় , আমাদের লেখার আর কোনও প্লাটফর্ম নেই তাই আমরা থাকবোই এখানে , কতজন লেখক এই নিয়ে মাথা ঘামায় ? সামুতে অবশ্যই পক্ষপাতিত্ব আচরন হচ্ছে , শুধু তাই নয় যারা ভালো লিখে বা লিখতে চায় , তাদের বিনা কারনে ব্লক করে দেয় , এর জন্য অনেকেই এখান থেকে চলে গেছে , যানিনা আপনি তা জানেন কিনা ?যদি এর প্রতিকার চান , তাহলে সকলে মিলে ধর্মঘট করুন , লেখা বন্ধ ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মন খোলা মন্তব্যের জন্য।
আপনার প্রতিটা কথার সাথে আমি সহমত পোশণ করছি।

তবে ধর্মঘট কথাটার সাথে এক মত হতে পারলাম না।

কারণ এখনো সেই রকম পরিস্থিতি হয়নি।
এবং আমিও সেই রকম ক্ষমতাবান না।
আমি অতি নগণ্য।

আর সামুর উপর রাগ করে লেখা যদি বন্দ করে দেই
তবে আর সামুর প্রতি আমাদের ভালবাসা থাকলো কোথায়?
সামু আমাদের ভাল না বাসলে নেই।
আমরা তো সামুকে ভালবাসি।
কি বাসিনা?

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯

নিলু বলেছেন: তাহলে প্রতিকার চাওয়ার দরকার নেই , যা হচ্ছে তা হতে দিন ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই মনে হয় সামুর মতো আমার উপর রেগে যাচ্ছেন।

জানিনা আপনার মূল রাগটা কোথায় থেকে জন্ম নিয়েছে?


আমার রাগটা কিন্তু নির্বাচিত পোষ্ট নিয়ে।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

নিলু বলেছেন: নির্বাচিত পোস্ট কোনও ব্যাপার নয় , এটা যারা নির্বাচন করে সেটা তাদের নির্বাচন সেই নির্বাচন পাঠকগণ এর কাছে নাও নির্বাচিত হতে পারে , সুতারাং পাঠকগণের মতামতই বা বক্তব্যই সঠিক নির্বাচন , আমি তো রাগ করার কথা বলিনি , বলেছি সামুর সুষম নিতিতে চলুক আর না চালালে প্রতিবাদ । সামুকে আমাদের দরকার তেমনি সামুরও প্রয়োজন লেখক এবং পাঠক ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

নুর ইসলাম রফিক বলেছেন: বলেছি সামুর সুষম নিতিতে চলুক আর না চালালে প্রতিবাদ ।

হ্যা লিখুন প্রতিবাদী লেখা, তুলে ধরুন সামুতে আপনার আমার অধিকার।

লিখনীর মাধ্যমে সুষম নিতি আদায় করুন।

আমার সহমত ও সমর্থন তো আছেই, আশা করি সবার সহমত ও সমর্থন পাবেন।

শুভ কামনা রইলো।

১৪| ০২ রা মে, ২০১৬ রাত ১০:৫৭

রাঙা মীয়া বলেছেন: আপনি হাত খুলে লিখতে থাকুন !:#P

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:১৭

নুর ইসলাম রফিক বলেছেন: আপনার হাত যে মুষ্টি বদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.