![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না.
কি অবাক হচ্ছিস?
অহে অবাক হওয়ারিত কথা।
জানিস আজ না আমার সুখ দেখে তোর হিংসা হতে পারে।
তুই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারিস।
আমি চাইনারে তুই জ্বলে পুড়ে ছাই হস।
তাই তো তোকে আজ আসতে মানা করেছি।
প্লিজ আজ তুই আসিস না রে সুরঞ্জনা।
কি?
"ওহ তুই জানতে চাস কি এমন সুখ"
নারে তোকে তো বলা যাবেনা।
তোর লোভ হবে যে, আমার সুখের কথা শুনে।
নারী জাতি লোভী সে তো তুই-ই আমাকে শিক্ষিয়ে গেছিস।
আমি কি সে শিক্ষা এতো সহজে ভুলে যেতে পাড়ি।
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
নুর ইসলাম রফিক বলেছেন: হাহাহাহাহা...............
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২
এহসান সাবির বলেছেন: বেশ তো.....!
২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে..................
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: হা হা সেই দিনের অপেক্ষায়
২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
নুর ইসলাম রফিক বলেছেন: সেই দিনটা শুধু কল্পনাতেই,বাস্তবে নয়।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
টয়ম্যান বলেছেন: আমিও যাইতে না করলাম সুরঞ্জনারে